প্রিয় লেখক,
অত্যন্ত আনন্দের সাথে আমরা আজ ঘোষণা করতে চলেছি বহু প্রতীক্ষিত ‘সেরা কলমকার অ্যাওয়ার্ডস - 7’ প্রতিযোগিতার ফলাফল।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইভেন্টটিকে চূড়ান্ত সফল করে তোলার জন্য সমস্ত অংশগ্রহণকারী লেখকদের আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। লেখার প্রতি আপনাদের আবেগ আমাদের অনুপ্রাণিত করেছে। আমাদের প্ল্যাটফর্মে এত সংখ্যক প্রতিভাবান লেখকদের পেয়ে আমরা আপ্লুত ও গর্বিত।
নোট - বিচারকদের পছন্দে সেরা, পাঠকদের পছন্দে সেরা এবং 77 পর্বের চ্যালেঞ্জ সম্পূর্ণ করে থাকা সকল লেখককে [email protected] এই ইমেল আইডি থাকে মেল পাঠানো হবে। তাই আগামী কয়েকদিন নিজের ইমেল অবশ্যই চেক করবেন।
বিঃদ্রঃ - অংশগ্রহণকারী সকল লেখকদের সম্মাননা পত্র এবং 77 পর্বের চ্যালেঞ্জ সম্পূর্ণ করে থাকা লেখকদের রাজপত্র পাঠানো হবে [email protected] এই ইমেল আইডি থেকে। আগামী 7 দিনের মধ্যে সমস্ত ধারাবাহিক গল্পকে প্রতিলিপি অ্যাপের হোমপেজে থাকা ব্যানারের মাধ্যমে প্রমোশন করা হবে।
_________________________________________________________
প্রথম পুরস্কার:
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
দ্বিতীয় পুরস্কার:
দশানন (তিন অধ্যায়ে) - সাসপেন্স কুইন তিন্নী
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
তৃতীয় পুরস্কার:
দায় দায়িত্ত্ব - ইন্দ্রানী চক্রবর্তী নন্দিনী
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
চতুর্থ পুরস্কার:
চাঁদনী রাতের মায়াতে - Sanchari Banerjee Sona
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
পঞ্চম পুরস্কার:
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
ষষ্ঠ পুরস্কার:
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
সপ্তম পুরস্কার:
দোর্জেলামার তরোয়াল - Sampa Chakraborty
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
প্রথম পুরস্কার:
❣ প্রণয়িনী ❣ 【চতুর্থ ভাগ】 - নবনীতা চক্রবর্ত্তী
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
দ্বিতীয় পুরস্কার:
আলাদা আলাদা সব - Mysterious Girl 💞 মিশু
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
তৃতীয় পুরস্কার:
পারিজাত ফুলের সুগন্ধ - স্বর্ণলতা রায় কবিরাজ Kusumkumari
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
চতুর্থ পুরস্কার:
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
পঞ্চম পুরস্কার:
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
ষষ্ঠ পুরস্কার:
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
সপ্তম পুরস্কার:
বাস্তু রহস্য - মালা মুখার্জী tuktuki
(ভারতীয় মুদ্রায় 5,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট + সরাসরি প্রিমিয়াম এন্ট্রি )
_________________________________________________________
প্রতিযোগিতার শুরুতে আমরা ঘোষণা করেছিলাম যে লেখকরা 77 বা তার বেশি পর্বের ধারাবাহিক গল্প লিখবেন তারা প্রত্যেকে পেয়ে যাবেন প্রতিলিপির তরফ থেকে নিশ্চিত পুরস্কার। সত্যি বলতে, লেখকদের থেকে এই বিষয়ে যে স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা পেয়েছি তা আমাদের অবাক করে দিয়েছে। প্রচুর লেখক এই চ্যালেঞ্জে অংশ নিয়েছেন এবং 77+ পর্বের ধারাবাহিক গল্প এই প্রতিযোগিতায় প্রকাশ করেছেন! কেউ কেউ 150/200 পর্বেরও উপন্যাস লিখেছেন। এত প্রতিভাবান লেখকদের প্রশংসা জানানোর মতো পর্যাপ্ত ভাষা আমাদের কাছে নেই।
প্রতিলিপির প্ল্যাটফর্মে এত অসামান্য প্রতিভাকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। আমরা অত্যন্ত আশাবাদী যে এই পরিমাণ ডেডিকেশন, প্যাশন ও হার্ডওয়ার্কের মাধ্যমে আমরা নিশ্চই একসাথে আমাদের সকলের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারব। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতাটিকে সফল করে তোলার জন্য আমরা আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
এই প্রতিযোগিতায় বাংলা ভাষায় প্রকাশিত সবথেকে বড় ধারাবাহিক গল্প -
Contract marriage 2 - দোয়েল কর স্বপ্নচারিনী : 247 পর্ব
আমাদের চোখে আপনারা প্রত্যেকেই সেরা কলমকার!
এইভাবেই লেখা চালিয়ে যান। আমরা গ্যারান্টি দিতে পারি আপনি শীঘ্রই নিজের এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন !
আশা করি আপনারা সকলেই ‘সেরা কলমকার অ্যাওয়ার্ডস - 8’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং পাঠকদের আরও নতুন নতুন জনপ্রিয় ও বেস্টসেলার গল্প পড়ার সুযোগ করে দেবেন।
অংশগ্রহণের পদ্ধতি এবং এক্সক্লুসিভ পুরস্কার তালিকার বিষয়ে বিশদে জানতে ক্লিক করুন - https://bengali.pratilipi.com/event/9m6ygvszm4
আপনার পরবর্তী বেস্টসেলার গল্পের অপেক্ষায়,
প্রতিলিপি প্রতিযোগিতা বিভাগ