pratilipi-logo প্রতিলিপি
বাংলা

100 পর্বের মাইলস্টোন অতিক্রম করে থাকা সকল লেখককে জানাই অভিনন্দন!

04 মে 2025

প্রিয় প্রতিলিপি পরিবার,

 

প্রতিযোগিতার শুরুতে আমরা ঘোষণা করেছিলাম যে লেখকরা 100 বা তার বেশি পর্বের ধারাবাহিক গল্প লিখবেন তারা প্রত্যেকে পেয়ে যাবেন প্রতিলিপির তরফ থেকে নিশ্চিত ডিজিটাল পুরস্কার এবং এই ধারাবাহিক গল্পগুলির মধ্য থেকে পাঠকদের এনগেজমেন্টের ভিত্তিতে সেরা 20টি গল্প বেছে নেওয়া হবে এবং এই লেখকেরা পেয়ে যাবেন প্রতিলিপির তরফ থেকে বিশেষ অ্যাওয়ার্ড যা পাঠানো হবে সরাসরি লেখকের ঠিকানায়!। 

 

সত্যি বলতে প্রতিবারের মতো এইবারেও, লেখকদের থেকে এই বিষয়ে যে স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা পেয়েছি তা আমাদের অবাক করে দিয়েছে। প্রচুর লেখক এই চ্যালেঞ্জে অংশ নিয়েছেন এবং 100+ পর্বের ধারাবাহিক গল্প এই প্রতিযোগিতায় প্রকাশ করেছেন! এত প্রতিভাবান লেখকদের প্রশংসা জানানোর মতো পর্যাপ্ত ভাষা আমাদের কাছে নেই।   

 

প্রতিলিপির প্ল্যাটফর্মে এত অসামান্য প্রতিভাকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। আমরা অত্যন্ত আশাবাদী যে এই পরিমাণ ডেডিকেশন, প্যাশন ও হার্ডওয়ার্কের মাধ্যমে আমরা নিশ্চই একসাথে আমাদের সকলের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারব। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতাটিকে সফল করে তোলার জন্য আমরা আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

 

পাঠকদের এনগেজমেন্টের ভিত্তিতে সেরা 20টি, 100+ পর্বের গল্প

____________________________________________________________

 

1. ভোরের পাখি - কাগজের প্রেম

2. সুষমা মণ্ডল - নীল পালকের ছাই

3. বর্ষা মন্ডল ঘোষ - সোনাঝুরির আবাস

4. Snigdha 💞 Parial রাজনন্দিনী - বলোনা 💕 ভালোবাসি

5. Swagata Pathakswagata Pathak - বৌ রানী ( সিজন - ৩ )

6. অনামিকা ঘোষ - পরিচয়হীনা পরিণীতা

7. সুদীপা হালদার - জন্ম চক্রের ফাঁদে

8. অর্পিতা গোস্বামীদেবী - ভাগ্যের খেলা

9. Titli Ghoshthe Horror Queen - এভাবেও ভালোবাসা যায়

10. Mouli Sahoo - তিতলি🦋

11. Anil Kabiকবি অনিল - "কফিনের শেষ পেরেক"

12. Susrusha Paik - রং বদলায় 

13. ইন্দ্রানী চক্রবর্তীনন্দিনী - ঘূর্ণিপাক

14. মনের ক্যানভাসে মেঘা - তোমায় পরেছে মনে

15. 𝕻𝖗𝖎𝖞𝖆 - "ভালোবাসো বলবে কিনা?"

16. লাবণ্য কলমে বিশাখা - অদৃশ্য বাঁধন

17. Pulakita Porelসঞ্চিতা - ইরাবতীর প্রেমকথা

18. Keya Mukherjee - ভাঙা,গড়া 

19. Sanchita Saha - অর্ধাঙ্গিনী

20. Pranati Ganguly - অন্বেষণ

 

সকল লেখকদের তালিকা যারা 100 বা তারও বেশি পর্বের গল্প পাঠকদের উপহার দিয়েছেন -

 

 

এই তালিকায় থাকা সকল লেখকদের আগামী কয়েকদিনের মধ্যেই আমরা ইমেল মারফত যোগাযোগ করব পুরস্কার প্রদানের জন্য। অনুগ্রহ করে নিয়মিত নিজের ইমেল চেক করবেন।  

 

আমাদের চোখে আপনারা প্রত্যেকেই সেরা কলমকার! 

 

এইভাবেই লেখা চালিয়ে যান। আমরা গ্যারান্টি দিতে পারি আপনি শীঘ্রই নিজের এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন ! 

 

আশা করি আপনারা সকলেই ‘সেরা কলমকার অ্যাওয়ার্ডস - 10’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং পাঠকদের আরও নতুন নতুন জনপ্রিয় ও বেস্টসেলার গল্প পড়ার সুযোগ করে দেবেন। 

  

আপনার পরবর্তী বেস্টসেলার গল্পের অপেক্ষায়, 

 

প্রতিলিপি প্রতিযোগিতা বিভাগ