প্রিয় লেখক!
‘ভালোবাসার গল্প’ প্রতিযোগিতার বহু প্রতীক্ষিত ফলাফল প্রকাশ হয়ে গেছে!
আমরা প্রতিলিপির নতুন লেখকদের জন্যই এমনভাবে এই লেখার প্রতিযোগিতা আয়োজন করেছিলাম যাতে তারা একটি ধারাবাহিক গল্প প্রকাশের মাধ্যমে প্রতিলিপিতে গোল্ডেন ব্যাজ লাভের দিকে একধাপ এগিয়ে যেতে পারেন। আপনি ভাবতেই পারেন, এই গোল্ডেন ব্যাজ কেন এত গুরুত্বপূর্ণ! এককথায় বললে, গোল্ডেন ব্যাজ লাভ করাই হল প্রতিলিপিতে লেখার মাধ্যমে উপার্জন ও প্রতিমাসে লেখা থেকে রয়্যালটি লাভের পথে প্রথম ধাপ। তাই অত্যন্ত আনন্দের সাথে আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের সেই 329 জন লেখককে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ডেন ব্যাজ লাভ করেছেন।
এই লেখকেরা এখন পেয়ে যাবেন তাদের গল্পগুলিকে সাবস্ক্রিপশনে রাখার এক্সক্লুসিভ সুযোগ। যখনই তারা একটি নতুন গল্প প্রকাশ করবেন, গল্পের 16 পর্ব থেকে বাকি সমস্ত পর্বগুলি লকড হয়ে যাবে এবং ধারাবাহিক গল্পটি প্রতিলিপি প্রিমিয়ামের অন্তর্গত হয়ে যাবে। এরপর পাঠকেরা সাবস্ক্রিপশন কিনে, কয়েন দিয়ে অথবা পরের দিন অবধি অপেক্ষা করে গল্পের পর্বগুলি পড়তে পারবেন। প্রতিলিপির অন্যান্য হাজার হাজার লেখকের মতোই এই লেখকেরাো পেয়ে যাবেন প্রতিলিপি অ্যাপে নিয়মিত ধারাবাহিক গল্প লিখে প্রতিমাসে পাঁচ-দশ হাজার টাকা উপার্জনের দুর্দান্ত সুযোগ।
একইসাথে এই গোল্ডেন ব্যাজপ্রাপ্ত লেখকেরা পেয়ে যাবেন প্রতিলিপি ‘সেরা কলমকার অ্যাওয়ার্ডস - 6’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ, দারুণ আর্থিক পুরস্কার, এক্সক্লুসিভ সার্টিফিকেট এবং অন্যান্য অনেক সুযোগসুবিধা।
আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা জানি আপনি আপনার প্রতিভা ও লেখার গুণে ভবিষ্যতে লক্ষাধিক পাঠকের মন ছুঁয়ে নিতে পারবেন। একইসাথে আমরা কথা দিচ্ছি, আপনি যদি নিয়মিত প্রতিলিপিতে বড় ধারাবাহিক গল্প লিখতে থাকেন তাহলে লেখার জগতে একটি সফল কেরিয়ার গড়ে তুলতে আমরা আপনাকে সবরকমভাবে সাহায্য করব।
প্রথম পুরস্কার:
1. আমার যেদিন ভেসে গেছে - শর্মিষ্ঠা গঙ্গোপাধ্যায়
(ভারতীয় মুদ্রায় 1,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট)
দ্বিতীয় পুরস্কার:
2. ভালোবাসার গল্প - গায়ত্রী রায় বিশ্বাস
(ভারতীয় মুদ্রায় 1,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট)
তৃতীয় পুরস্কার:
3. ভালোবাসার গল্পকথা - দীপালি গায়েন
(ভারতীয় মুদ্রায় 1,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট)
চতুর্থ পুরস্কার:
4. ভালোবাসা ভালোবাসা - সানি Kz
(ভারতীয় মুদ্রায় 1,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট)
পঞ্চম পুরস্কার:
5. ভালোবাসার গল্প সমগ্র - ধূসর পাণ্ডুলিপি
(ভারতীয় মুদ্রায় 1,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট)
ষষ্ঠ পুরস্কার:
6. ভালো থাকার ভালো বাসার গল্প - অস্মি
(ভারতীয় মুদ্রায় 1,000 টাকা আর্থিক পুরস্কার + প্রতিলিপির পক্ষ থেকে বিশেষ বাঁধাই করা সার্টিফিকেট)