
প্রতিলিপিপ্রিয় লেখক,
আপনারা অনেকেই জিজ্ঞেস করেন TDS ঠিক কী, কেন এটি আপনার প্রতিলিপি অ্যাপ থেকে হওয়া উপার্জন বা প্রতিযোগিতার পুরস্কারমূল্য থেকে কেটে নেওয়া হয়। আজ খুব সহজে এই বিষয়টি আপনাকে বোঝাচ্ছি।
TDS -এর সম্পূর্ণ অর্থ হল Tax Deducted at Source। এটি ভারত সরকারের আয়কর দপ্তর নির্ধারিত নিয়ম। কোন আয়ের ওপর কত শতাংশ TDS কাটা হবে এবং সেটা পরে ফেরত পাওয়া যাবে কিনা, তা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কোন ধরণের পেমেন্ট পাচ্ছেন তার ওপর।
1. নিয়মিত উপার্জনের ক্ষেত্রে
প্রতিলিপি থেকে একটি আর্থিক বছরে (এপ্রিল 1 থেকে মার্চ 31 পর্যন্ত) আপনার মোট উপার্জন 30,000 টাকা হলে, তখন থেকেই 10% TDS কাটা শুরু হয়।
একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝা যাক। ধরুন, আপনি এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা করে আয় করলেন। আপনার মোট উপার্জন হল 25,000 টাকা। এরপর, সেপ্টেম্বর মাসে আবারও আপনি 5,000 টাকা উপার্জন করলেন। আপনার মোট উপার্জন হল 30,000 টাকা। এই 30,000 টাকার ওপর 10%, অর্থাৎ, 3000 টাকা TDS হিসাবে কেটে নেওয়া হবে, আর সেপ্টেম্বর মাসে আপনি হাতে পাবেন 2000 টাকা।
অনুগ্রহ করে মনে রাখবেন, এরপর থেকে প্রতি মাসেই (আর্থিক বছর শেষ না হওয়া পর্যন্ত) সেই মাসের উপার্জনের ওপর 10% করে TDS কাটা হবে।
এই কেটে নেওয়া TDS আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করলে ফেরত পেয়ে যাবেন। ITR ফাইল করতে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সাহায্য নিলে সবচেয়ে ভালো। ITR প্রসেস হয়ে গেলে কেটে নেওয়া TDS সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হয় আয়কর দপ্তর থেকে।
চলতি আর্থিক বছর শেষ হওয়ার আগে TDS সার্টিফিকেট আপনাকে ইস্যু করা হবে এবং প্রতি কোয়ার্টারেও এই সার্টিফিকেট পাবেন।
পেমেন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন বা জিজ্ঞাস্য থাকলে আপনি প্রতিলিপি অ্যাপ থেকে আমাদের সাথে লিখে জানাতে পারেন।
2. প্রতিযোগিতার পুরস্কারের ক্ষেত্রে
ইভেন্ট বা প্রতিযোগিতার পুরস্কারমূল্যের ওপরও TDS কাটা হয়। তবে, এর হার আলাদা হয়।
একটি আর্থিক বছরে আপনার প্রাপ্ত মোট পুরস্কারমূল্য যদি 10,000 টাকা বা তার বেশি হয়, তাহলে 30% TDS কাটা হবে ইনকাম ট্যাক্স আইনের সেকশন 115BB অনুযায়ী। এরসাথে সরকারের বাড়তি কিছু চার্জও যোগ হয়। যেমন - সারচার্জ ও 4% Health and Education Cess।
উদাহরণ দিয়ে বললে, আপনি যদি একটি প্রতিযোগিতায় 5,000 টাকা জেতেন, তখন কোনো TDS কাটবে না। কারণ, আপনি তখনও 10,000 টাকার লিমিটে পৌঁছাননি।
এরপর একই আর্থিক বছরে আপনি আবার 5,000 টাকা জিতলে মোট পুরস্কারমুল্য হল 10,000 টাকা। এবার এই 10,000 টাকার ওপর 30%, অর্থাৎ, 3,000 টাকা TDS কাটা হবে দ্বিতীয় 5,000 টাকা পুরস্কারমূল্য থেকে। তাই দ্বিতীয়বার আপনি হাতে পাবেন 2,000 টাকা।
এই একই আর্থিক বছরের বাকিটা সময় আপনি যতবার পুরস্কারমূল্য জিতবেন, সবের ওপরই 30% TDS কাটা হবে।
পুরস্কারমূল্যের ওপর 30% TDS কাটা সরকারের বাধ্যতামূলক নিয়ম। পেমেন্ট প্রসেস হওয়ার আগেই এই TDS স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়।
সেকশন 115BB অনুযায়ী, আপনার বার্ষিক উপার্জন ট্যাক্সযোগ্য সীমার নিচেও থাকলেও এই 30% TDS ফেরত পাওয়া যায়না। এই ধরনের আয় ‘Income from Other Sources’ হিসেবে গণ্য হয়।
প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন বা জিজ্ঞাস্য থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন [email protected] -এ।
3. IP চুক্তি সংক্রান্ত পেমেন্ট
আয়কর আইনের নিয়ম অনুযায়ী অন্যান্য কিছু পেমেন্টের ওপরেও 10% TDS প্রযোজ্য হয়। পেমেন্টের পরিমাণ যাই হোক না কেন, প্রতিলিপিতে সব IP সংক্রান্ত পেমেন্টেই 10% TDS কাটা হবে। অর্থাৎ, পেমেন্টের পরিমাণ 1000 টাকা হোক বা 18000 টাকা, সব ক্ষেত্রেই 10% TDS কাটা হবে। এতে আপনার PAN -এর আওতায় ট্যাক্স সঠিকভাবে রিপোর্ট করার বিষয়টি নিশ্চিত করা যায়। পেমেন্ট পাঠনোর আগেই TDS স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়।
কেটে নেওয়া TDS আপনার দেওয়া PAN -এর সাথে লিঙ্ক করা হয়, তাই ITR ফাইল করে TDS ক্লেইম করতে পারবেন। কেটে নেওয়া ট্যাক্সের ডিটেলস ইনকাম ট্যাক্স পোর্টালে Form 26AS বা AIS -এ পাবেন।
এগ্রিমেন্ট সাইন হলে এবং পেমেন্ট ফাইনালাইজ হলে 10% TDS স্বয়ংক্রিয়ভাবে কাটা হয়।
IP সংক্রান্ত কোনো প্রশ্ন বা জিজ্ঞাস্য থাকলে যোগাযোগ করুন [email protected] -এ।
TDS-এর সারাংশ:
নোট - যদি PAN না দেওয়া থাকে, অথবা PAN inoperative (অর্থাৎ, PAN ও Aadhaar লিঙ্ক না থাকা) বা invalid হয়, সেক্ষেত্রে TDS -এর হার আরও বেশি হয়, সাধারণত 20% থেকে 30% পর্যন্ত।
কীভাবে কেটে নেওয়া TDS ক্লেইম করতে পারবেন -
1. আপনার মোট বাৎসরিক আয় যদি সরকার নির্ধারিত ট্যাক্সযোগ্য সীমার নিচে থাকে, তাহলে নিয়মিত উপার্জন বা IP পেমেন্টের ওপর কাটা 10% TDS সম্পূর্ণ ফেরত পেতে পারেন।
2. TDS রিফান্ড ক্লেইম করতে নির্দিষ্ট আর্থিক বছর শেষ হওয়ার পর এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ITR ফাইল করতে হবে।
3. ITR ফাইল করতে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সার্টিফায়েড ট্যাক্স প্রফেশনালের সাহায্য নেওয়া ভালো।
4. আয়কর দপ্তরের তরফ থেকে আপনার ITR প্রসেস হয়ে গেলে কেটে নেওয়া TDS সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে।
5. অফিসিয়াল ইনকাম ট্যাক্স পোর্টাল থেকে Form 26AS বা AIS চেক করলেই দেখতে পাবেন কত TDS কাটা হয়েছে। Income tax portal -এর লিঙ্ক - https://incometaxindia.gov.in/Pages/default.aspx
6. অনুগ্রহ করে মনে রাখবেন, ইনকাম ট্যাক্স আইনের সেকশন 115BB অনুযায়ী ইভেন্ট বা প্রতিযোগিতার পুরস্কারমূল্যের ওপর কাটা 30% TDS ফেরত পাওয়া যায়না।
গুরুত্বপূর্ণ তথ্য -
1. TDS একটি আইন অনুযায়ী বাধ্যতামূলক নিয়ম এবং আপনার মোট উপার্জন বা পুরস্কারমূল্যের ওপর এটি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হয়।
2. প্রতিলিপিতে আপনি একাধিক ভাষায় লিখলেও যদি সব অ্যাকাউন্টে একই PAN লিঙ্ক করা থাকে, তাহলে সব আয় বা পুরস্কারমূল্য একসাথে একই PAN-এর অধীনে গণনা করা হবে।
3. ধরুন, আপনি একটি আর্থিক বছরে বিভিন্ন ভাষায় প্রতিযোগিতায় লিখে মোট 10,000 টাকা বা তার বেশি পুরস্কারমূল্য জিতলেন, তাহলেও 30% TDS কাটা হবে।
4. পুরস্কারমূল্যের ক্ষেত্রে একটি আর্থিক বছরে প্রাপ্ত মোট পুরস্কারমূল্য হিসাব করে TDS কাটা হয়, আলাদা আলাদা প্রতিযোগিতার জন্য TDS কাটা হয় না। আপনার প্রাপ্ত মোট পুরস্কারমূল্য যখন 10,000 টাকা বা তার বেশি হয় তখন থেকেই মোট অর্থের ওপর 30% TDS প্রযোজ্য হয়।
5. যদি একটি আর্থিক বছরে একবার TDS কাটা হয়ে থাকে এবং পরে আবার আপনি পুরস্কার জিতলেন, তাহলে সেই আর্থিকবর্ষে মোট অর্জিত অর্থের ওপর TDS গণনা করা হবে। এবং আইন অনুযায়ী অতিরিক্ত অর্থ কাটা হতে পারে।
6. নিয়মিত উপার্জন বা IP পেমেন্টের ওপর কাটা 10% TDS আপনি ITR ফাইল করে ফেরত পেতে পারেন যদি আপনার মোট আয় সরকার নির্ধারিত ট্যাক্সসীমার নিচে থাকে।
7. প্রতিযোগিতার পুরস্কারমূল্যের ওপর কাটা 30% TDS রিফান্ড পাওয়া যায়না।
8. ইনকাম ট্যাক্স পোর্টালে থাকা Form 26AS বা AIS -এ যেকোনো সময় আপনি আপনার TDS ডিটেলস দেখতে পারবেন।
9. প্রতিলিপির সমস্ত লেখকের পেমেন্টের ক্ষেত্রে আমরা এই নিয়ম অনুসরণ করতে বাধ্য, তাই কোনোভাবেই TDS কাটা এড়ানো বা রিভার্স করা সম্ভব নয়।
10. ITR ফাইল করার সময় বা কোনো কারণে আপনার যদি Form 16A দরকার হয়, আপনি আমাদের অ্যাপ বা ইমেইল ([email protected]) মারফত যোগাযোগ করতে পারেন।
আশা করি, এই ব্যাখ্যাটি TDS সম্পর্কে বুঝতে আপনাকে সাহায্য করবে।
পেমেন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন বা জিজ্ঞাস্য থাকলে প্রতিলিপি অ্যাপ থেকে আমাদের লিখে জানান। আপনাকে সাহায্য করতে পারলে আমরা আন্তরিকভাবে খুশি হব।
টিম প্রতিলিপি