pratilipi-logo প্রতিলিপি
বাংলা

জেনে নেওয়া যাক, যেসমস্ত গোল্ডেন ব্যাজপ্রাপ্ত লেখক তাদের ধারাবাহিক গল্পকে সুপারফ্যান সাবস্ক্রিপশনে রেখে লিখছেন, তাদের ক্ষেত্রে প্রতিলিপির নতুন পরিবর্তনের কী প্রভাব পড়বে

20 മെയ്‌ 2023

প্রিয় লেখক, কেমন আছেন?

 

একটি দারুণ খবর জানাতে মেসেজ করছি। আমরা কিছুদিন আগেই আপনাকে জানিয়েছিলাম প্রতিলিপিতে লেখকদের উপার্জন বৃদ্ধিতে সাহায্য করার জন্য নতুন একটি পরিবর্তন আসতে চলেছে। অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি আগামী 22শে মে, সোমবার এই নতুন পরিবর্তনটি অ্যাপে লাইভ হয়ে যাবে। এই নতুন ফিচারের সমস্ত সুবিধা উপভোগ করতে আজই অবশ্যই আপনার মোবাইলে প্রতিলিপি অ্যাপটি আপডেট করে রাখুন।

চলুন জেনে নেওয়া যাক, যেসমস্ত গোল্ডেন ব্যাজপ্রাপ্ত লেখক তাদের ধারাবাহিক গল্পকে সুপারফ্যান সাবস্ক্রিপশনে রেখে লিখছেন, তাদের ক্ষেত্রে প্রতিলিপির নতুন পরিবর্তনের ফলে কী প্রভাব পড়বে -

1. প্রতিলিপিতে আমার উপার্জনের সুযোগে কী প্রভাব পড়বে?

এই পরিবর্তনের ফলে সমস্ত গোল্ডেন ব্যাজ লেখক উপার্জন করার সমান সুযোগ পাবেন। এখন থেকে আপনার লেখা প্রিমিয়ামে দেওয়ার জন্য আর প্রতিলিপি টিমের ওপর নির্ভর করে থাকতে হবে না। যেকোনও সময় আপনি বর্তমানে লিখছেন বা ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে এমন ধারাবাহিক গল্পগুলিকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত করতে পারবেন।

 

2. আমি বর্তমানে সুপারফ্যান সাবস্ক্রিপশনে রেখে একটি ধারাবাহিক গল্প লিখছি। এই পরিবর্তনের ফলে কী প্রভাব পড়বে?  

যে ধারাবাহিক গল্পগুলি বর্তমানে সুপারফ্যান সাবস্ক্রিপশনের অংশ সেগুলি এই পরিবর্তনের ফলে সরাসরি প্রিমিয়াম ধারাবাহিক গল্পে পরিণত হয়ে যাবে। 

তবে, পাঠকদের গল্প পড়ার ক্ষেত্রে কিছু কিছু ছোট পরিবর্তন করা হচ্ছে। 16 নম্বর পর্ব থেকে আপনার বাকি সমস্ত ধারাবাহিক গল্পটি পাকাপাকিভাবে লক হয়ে যাবে। আগে আপনি নতুন পর্ব প্রকাশ করলে, বিনামূল্যে পর্বটি পড়ার জন্য পাঠককে 5 দিন অপেক্ষা করতে হত। এখন, গল্পের নতুন পর্ব বিনামূল্যে আনলক করতে পাঠকদের 1 দিন অপেক্ষা করতে হবে, ঠিক যেমনটা যেকোনো প্রিমিয়াম গল্পের ক্ষেত্রে হয়।

 

3. প্রতিলিপি কেন এই নতুন পরিবর্তনটি আনছে? 

প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রোগ্রামের মাধ্যমে যাতে সমস্ত গোল্ডেন ব্যাজ লেখক সমানভাবে উপার্জন করার ও উপার্জন বৃদ্ধির সুযোগ পান, তাই এই পরিবর্তন করা হচ্ছে।  



4. আমার পাঠকদের জন্য কী কী পরিবর্তন হতে চলেছে? 

- পাঠকরা ধারাবাহিকের 16 নম্বর পর্ব থেকে বাকি সম্পূর্ণ গল্পটি লকড অবস্থায় দেখতে পাবেন।

- আগে আপনি নতুন পর্ব প্রকাশ করলে, বিনামূল্যে পর্বটি পড়ার জন্য পাঠককে 5 দিন অপেক্ষা করতে হত। এখন, গল্পের নতুন পর্ব বিনামূল্যে আনলক করতে পাঠকদের 1 দিন অপেক্ষা করতে হবে, ঠিক যেমনটা যেকোনো প্রিমিয়াম গল্পের ক্ষেত্রে হয়। 

-  অপেক্ষা না করে একটানা সম্পূর্ণ ধারাবাহিক গল্প পড়তে পাঠকেরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন / অথবা লেখকের সুপারফ্যান হতে পারেন / অথবা লকড পর্ব আনলক করতে 5টি করে প্রতিলিপি কয়েন ব্যবহার করতে পারেন।  

 

5. বর্তমানে লিখছি এমন ধারাবাহিক গল্পকে কীভাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত করব? 

বর্তমানে নতুন ধারাবাহিক গল্প আপনি সাবস্ক্রিপশনে রেখে লিখছেন - এক্ষেত্রে গল্পের প্রথম 15টি পর্ব সকলের জন্য উন্মুক্ত হয়ে যাবে। 16 নম্বর পর্বটি প্রকাশ হওয়ার সাথে সাথে ধারাবাহিকটি সরাসরি প্রিমিয়ামের আওতায় চলে আসবে ও তারপর আপনি যত লেখা চালিয়ে যাবেন, একটি একটি করে সমস্ত নতুন পর্বগুলি পাকাপাকিভাবে পাঠকদের জন্য লকড হয়ে যাবে। 

অর্থাৎ আপনার গল্পটি প্রিমিয়াম গল্প হয়ে যাবে।

 

6. আমি কি আগে সমাপ্ত হয়ে যাওয়া ধারাবাহিক গল্প প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রোগ্রামের আওতায় আনতে পারি? 

আপনার যে গল্পগুলি বর্তমানে সুপারফ্যান সাবস্ক্রিপশনে রেখে লিখছেন, সেগুলি সরাসরি প্রিমিয়াম গল্প হয়ে যাবে, আপনাকে আলাদা করে কিছু করতে হবেনা। 

কিন্তু আগে সমাপ্ত হয়ে যাওয়া ধারাবাহিক গল্প যদি আপনি প্রিমিয়ামে রাখতে চান, সেক্ষেত্রে আপনি নিচে দেওয়া স্টেপ বাই স্টেপ পদ্ধতি অনুসরণ করুন-

- ‘লিখুন’ অপশনে ক্লিক করুন 

- নির্দিষ্ট ধারাবাহিক গল্পটি খুলুন 

- 'অন্যান্য তথ্য সম্পাদনা করুন' অপশনে ক্লিক করুন 

- গল্পটি সাবস্ক্রিপশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত করুন  

 

7. আমি কী চাইলে আমার ধারাবাহিক গল্প সাবস্ক্রিপশন প্রোগ্রাম থেকে সরাতে পারব? 

হ্যাঁ পারবেন। তবে সরাসরি গল্পটি সাবস্ক্রিপশনের আওতা থেকে সরানো যাবে না। এরজন্য প্রতিলিপি টিমের অনুমোদন প্রয়োজন হবে।

আপনি প্রথমে 'অন্যান্য তথ্য সম্পাদনা করুন' অপশন থেকে গল্পটি সাবস্ক্রিপনে রাখতে চান কিনা সেই প্রশ্নের উত্তরে ‘না’ বেছে নেবেন। এটি আমাদের টিমের কাছে একটি রিকোয়েস্ট হিসেবে জমা পড়বে। আমাদের টিম 72 ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে ধারাবাহিক গল্পটি সাবস্ক্রিপশন প্রোগ্রাম থেকে সরিয়ে আনতে সাহায্য করবে। 

 

8. আমি কেন নিজেই সরাসরি আমার গল্প সাবস্ক্রিপশন থেকে সরাতে পারব না?  

যে সমস্ত পাঠক ধারাবাহিক গল্পগুলি পড়ার জন্য টাকা খরচ করে সাবস্ক্রিপশন নিয়েছেন, তাদের আমরা গল্প পড়ার সেরা অভিজ্ঞতা করে দিতে চাই। 

হঠাৎ কোনও গল্প সরিয়ে নেওয়া হলে, সাবস্ক্রিপশন নেওয়া পাঠকদের জন্য তা বাজে অভিজ্ঞতা হবে ও তাদের প্ল্যাটফর্মের প্রতি বিশ্বাস ভেঙে যেতে পারে। এরকম হলে তারা হয়ত ভবিষ্যতে আর সাবস্ক্রিপশন নেবেন না; এতে লেখক ও প্ল্যাটফর্ম দুপক্ষের ক্ষতি হবে। 



9. গল্প লেখার পদ্ধতিতে কি কোনো পরিবর্তন হবে? 

নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত হওয়া ধারাবাহিকগুলির ক্ষেত্রে - 

- ওপরের পয়েন্টে বলা একই কারণে, আপনি গল্পের মাঝের কোনো পর্ব অপ্রকাশিত বা ডিলিট করতে পারবেন না। তবে গল্পের সর্বশেষ প্রকাশিত পর্বটি আপনি চাইলে অপ্রকাশিত বা ডিলিট করতে পারবেন। কোনও বিশেষ প্রয়োজনে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে বা [email protected] -এই ঠিকানায় ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

- তবে গল্পের সমস্ত পর্বগুলির লেখা আপনি প্রয়োজনমত এডিট করতে পারবেন।

- গল্পের মাঝে কোনও পর্ব যুক্ত করা বা মুছে ফেলা যাবেনা। 

- গল্পের পর্বগুলি আপনি রিঅর্ডার করতে অর্থাৎ ক্রমানুসার পরিবর্তন করতে পারবেন না। 



10. লেখার পদ্ধতিতে নতুন এই বিধিনিষেধ আনা হচ্ছে কেন? 

প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া পাঠকদের গল্প পড়ার অভিজ্ঞতা যাতে খারাপ না হয় তাই আমরা কিছু বিধিনিষেধ আনছি। 

ধরুন, একজন পাঠক প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছেন/ বা লেখকের সুপারফ্যান হয়েছেন এবং একটি নির্দিষ্ট ধারাবাহিক গল্প পড়তে শুরু করেছেন। এখন লেখক যদি গল্পের কোনও পর্ব হঠাৎ মুছে ফেলেন বা পর্বগুলি পুনরায় সাজান, তাহলে পাঠকের পড়ার অভিজ্ঞতা খারাপ হবে। পাঠক আর ভবিষ্যতে সাবস্ক্রিপশন নেবেন না।

 

11. বর্তমানে লিখছি এমন কোনও ধারাবাহিক গল্পকে সমাপ্ত ঘোষণা করলে কী হবে? 

কোনো পরিবর্তন হবেনা। আপনার গল্পটি পাকাপাকিভাবে প্রিমিয়াম গল্প হিসেবে প্রতিলিপিতে থেকে যাবে। 

বহু সাধারণ বা সাবস্ক্রিপশন নেওয়া পাঠকদের জন্য গল্পটি পড়ার সুযোগ তৈরি হবে। আপনার জন্য রয়্যালটি উপার্জন করার নতুন একটি সুযোগ তৈরি হবে। 

 

12. নতুন পরিবর্তনে আমি কি গল্পের নতুন পর্ব শিডিউল করত পারব? 

হ্যাঁ, আপনি ঠিক আগের মতোই গল্পের নতুন পর্ব শিডিউল করতে পারবেন।

 

13. এই পরিবর্তনের ফলে আমার সুপারফ্যানদের কি গল্প পড়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে? 

না, কোনো পরিবর্তন হবেনা। 



14. ইতিমধ্যে প্রতিলিপি প্রিমিয়ামে থাকা আমার গল্পগুলির কী হবে? 

ইতিমধ্যে প্রিমিয়ামে চলে যাওয়া ধারাবাহিকগুলির কোনো নতুন পরিবর্তন হবেনা। সেগুলি আগে যেমন ছিল একইভাবে প্রিমিয়ামে থাকবে। 

 

15. আগে ‘সমাপ্ত’ হয়ে যাওয়া কিছু ধারাবাহিক গল্প আমি সুপারফ্যান সাবস্ক্রিপশনে লকড রেখে প্রকাশ করিনি; সাধারণ পদ্ধতিতে প্রকাশ করেছি। এই গল্পগুলি কি এখন প্রিমিয়ামে আনা যাবে?  

হ্যাঁ, এই গল্পগুলিও আপনি এবার চাইলে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত করতে পারবেন। 

 

16. আমার চিন্তা হচ্ছে এতে যদি আমার পাঠক, সুপারফ্যানের সংখ্যা বা প্রিমিয়াম থেকে উপার্জন কমে যায়!  

1. প্রাথমিকভাবে এই পরিবর্তন পাঠকদের ওপর প্রভাব ফেলবে। তবে, এর ইতিমধ্যে আমরা অন্য ভাষায় এই পরিবর্তন এনেছি ও সেখানে যথেষ্ট ইতিবাচক রেসপন্স পেয়েছি।

2. মনে রাখবেন 16 নম্বর পর্ব থেকে গল্পের বাকি পর্বগুলি কিন্তু একদিন পর পর সব পাঠকের জন্য বিনামূল্যে আনলক হবে না। শুধুমাত্র যে পাঠক গল্পের আগের সমস্ত পর্ব সম্পূর্ণ পড়েছেন, তারাই 24 ঘণ্টা অপেক্ষা করে পরের লকড পর্ব আনলক করতে পারবেন। অন্যান্য সাধারণ পাঠকের জন্য গল্পের সমস্ত লকড পর্বগুলি বন্ধ অবস্থায় থাকবে। 

একজন পাঠক একটি ধারাবাহিক গল্পের একটি মাত্র পর্ব একদিনে বিনামূল্যে আনলক পড়তে পারবেন। অর্থাৎ অনেকগুলি বড় ধারাবাহিক গল্প একবারে বসে বিনামূল্যে পড়তে চাইলে তা কোনভাবেই সম্ভব নয়। বরং তা অনেক সময়সাপেক্ষ ব্যপার।

একটানা বসে আরাম করে গল্প পড়তে চাইলে সেক্ষেত্রে পাঠককে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতেই হবে / অথবা লেখকের সুপারফ্যান হতে হবে / বা 5টি করে কয়েন দিয়ে একটি করে পর্ব আনলক করতে হবে।

____________________________

 

সকলের জন্য শুভেচ্ছা রইল! এবার প্রত্যেকে পাবেন প্রিমিয়ামের সুযোগ! 

প্রতিলিপি বাংলা টিম