আমি একজন সদস‍্যকে সরাসরি মেসেজ করেছি, কিন্তু মেসেজ অনুরোধটি অপেক্ষারত দেখাচ্ছে। এমনটা কেন?

প্রথমবার কোন সদস‍্যকে সরাসরি মেসেজ করলে মেসেজ গ্রহীতাকে প্রথমে আপনার মেসেজ অনুরোধটি অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। 

 

তিনি আপনার চ‍্যাট আবেদনটিকে 'স্বীকার' অথবা 'ব্লক' করতে পারেন অথবা পেন্ডিং রাখতে পারেন। যদি মেসেজ গ্রহীতা আপনাকে তার সঙ্গে চ্যাট করার অনুমতি দেন তবেই আপনি পরবর্তী মেসেজ পাঠাতে সক্ষম হবেন অথবা তিনি যদি আপনাকে ব্লক করে দেন তাহলে আপনি পুনরায় তাকে মেসেজ পাঠাতে পারবেন না।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?