কী কারণে কখনো কখনো আমার কাছে কোনোরকম নোটিফিকেশন আসেনা?

নোটিফিকেশন আসতে কখনো কখনো দেরি হতে পারে বা কোনও গুরুতর সমস্যার কারণে নোটিফিকেশনটি না আসতেও পারে।

 

কিছু কিছু সময় আমরা নোটিফিকেশনের ক্ষেত্রে নানারকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এর ফলে অনেকসময় গল্প প্রকাশের নোটিফিকেশন আসতেও দেরি হতে পারে। তবে আমাদের পূর্ব অভিজ্ঞতা হল, নোটিফিকেশন দেরিতে হলেও অবশ্যই পাঠানো হয়ে থাকে। আমরা এই প্রক্রিয়াটিকে উন্নত করার চেষ্টা চালাচ্ছি এবং আপনাকেও অনুরোধ করব ধৈর্য্য সহকারে অপেক্ষা করার জন্য। 

 

এখনও যদি কোনোরকম সমস্যা হয়ে থাকে তাহলে নিচের উপায়গুলি অনুসরণ করতে পারেন:

 

অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে- 

 

  • নোটিফিকেশন সেটিংস বন্ধ করে পরিবর্তনগুলি সেভ করে নিন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে  সেগুলি পুনরায় চালু করুন।

 

  • আপনার ওয়াই-ফাই/ইন্টারনেট কানেকশন প্রথমে বন্ধ করে আবার চালু করুন; অথবা অন্য কোনও ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত করার চেষ্টা করুন।

 

  • আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে আবার লগ ইন করার চেষ্টা করুন।

 

  • অ্যাপটিকে প্রথমে আনইন্সটল করে আবার পুনরায় ইনস্টল করুন। 

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?