আমি কেন রচনাতে রেটিং প্রদান করব?

প্রতিলিপির সকল সদস্য লেখককে উৎসাহ প্রদানের জন্য ও নিজের পাঠ অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য যেকোনও প্রকাশিত গল্পকে ১ থেকে ৫ এর মধ্যে রেটিং দিতে পারেন। প্রতিটি ব‍্যক্তিগত রেটিংয়ের মান সম্মিলিত ও গড় করার মাধ্যমে একটি নির্দিষ্ট রেটিং প্রস্তুত হয় যেটি প্রতিলিপিতে প্রতিটি গল্পের সারাংশের পেজে দৃশ্যমান হয়। 

 

সদস্যরা তাদের দিয়ে থাকা যেকোনো রেটিং ইচ্ছে মতো বদল করতে পারেন তবে সেক্ষেত্রে পুরোনো রেটিংটি মুছে যাবে অর্থাৎ প্রতিলিপিতে প্রতিটি সদস্য, কোনো নির্দিষ্ট কাহিনীকে একটিমাত্র রেটিংই প্রদান করতে পারবেন।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?