রিভিউ বা পর্যালোচনা কী? রেটিং ও রিভিউয়ের পার্থক্য কী?

পাঠকেরা কোনো গল্প পড়ে সংখ্যার মাধ্যমে গল্পটির যে মান প্রদান করেন সেটি হল রেটিং, অপরদিকে কোনো গল্প পড়ার পর পাঠকেরা সেটির সম্বন্ধে যে বিস্তারিত মতামত লিখে থাকেন সেটিকেই রিভিউ বা সমালোচনা বলা হয়। রিভিউয়ের আকার কয়েকটি শব্দ থেকে শুরু করে কয়েকশত শব্দ অবধিও হতে পারে। 

 

রেটিং ও রিভিউ একে অপরের পরিপূরক। পাঠক নিজের ইচ্ছে অনুযায়ী কোনো পছন্দের গল্পকে শুধুমাত্র রেটিং অথবা রেটিং ও রিভিউ উভয়ই প্রদান করতে পারেন।

 

নিবন্ধটি পড়ে কি আপনি উপকৃত হয়েছেন?