সুপারফ্যান সাবস্ক্রিপশন ফিচারের অধীনে 'সুপারফ্যান চ্যাটরুম' নামক বিশেষ পরিষেবাটি চালু করা হয়েছে। যেসমস্ত পাঠক কোন নির্দিষ্ট লেখককে সুপারফ্যান হিসেবে সাবস্ক্রাইব করেছেন, তারা এখন লেখকের নিজস্ব চ্যাটরুমে সরাসরি মেসেজের মাধ্যমে, লেখক ও অন্যান্য সুপারফ্যান পাঠকদের সাথে নতুন লেখা, পরবর্তী পর্ব, গল্পের চরিত্র ও বিভিন্ন অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে এবং গল্প ও আলাপচারিতা করতে পারবেন।