পাঠকের নিজস্ব রুচি এবং অভিমত নির্ধারণ করে তারা কোন রচনাকে কেমন রেটিং দেবেন। অধিকাংশ পাঠকের কাছে কোনো নির্দিষ্ট কাহিনী অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকলেও সকল পাঠকেরই তা মনোগ্রাহী হবে তেমন কোনো নিশ্চয়তা নেই। ঠিক তেমনই সমালোচক ও সাধারণ পাঠকদের মতামত অনেকক্ষেত্রে আলাদা হওয়ায় অধিকাংশ পাঠকের অপছন্দের কোনো গল্পটিও অনেক সময় ভাল রেটিং পেতে পারে।
জনগণের সম্মিলিত মতামতকে মাথায় রেখে আমরা প্রতিলিপিতে এই রেটিং ফিচারটি এনেছি যাতে পাঠকেরা তাদের পাঠানুভূতি জানাতে পারবেন ১ থেকে ৫ এর মাপকাঠিতে।