মুম্বাই শহরের বুকে তিনজন অসম বয়সের নারী - মালিনী, রীতা এবং তিতাস। অদ্ভুতভাবে জড়িয়ে পড়ল একে অপরের জীবনের সঙ্গে। উদ্দাম যৌবনের উচ্ছ্বাস,সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে সবচেয়ে বড় আঘাত, প্রেম-ভালবাসা, প্রত্যাখ্যান...জীবনের পদে পদে প্রত্যাশিত-অপ্রত্যাশিত ঘাত-প্রতিঘাত... এমনই একটা সময়ের মাঝে এরা একে অপরের জীবনে ঢুকে পড়ে যখন মনেহয় জীবনটা বোধহয় এখানেই শেষ। চূড়ান্ত অন্ধকারের গহ্বরে দাঁড়িয়েও বাঁচার অদম্য ইচ্ছা,নতুন জীবনের স্বপ্ন রচনা, ঘুরে দাঁড়িয়ে আলোয় ফিরে আসার কাহিনিই জিজীবিষা - বাঁচার ইচ্ছা।