আপনার পছন্দের ভাষা বেছে নিন
এক হাজার বছর পর যদি মানব সভ্যতা টিকে থাকে তাহলে তা কেমন হতে পারে সেই কাল্পনিক ছবি ফুটে উঠেছে 3019 গল্পটির মধ্যে।
আমি গল্পের বই পড়তে , আর লিখতে ভালো বাসি। কেমন লিখি সেটা পাঠক পাঠিকাদের ওপর ছেড়ে দিলাম। কখনো ভাবিনি আমার ডায়েরিতে বন্দি লেখা গুলো কখনো কেউ পড়বে বা কাউকে পড়াতে পারবো। এই সুযোগ দেওয়ার জন্য প্রতিলিপি কে অসংখ্য ধন্যবাদ। জিতে যাওয়ার কাহিনি, উঠে দাঁড়ানোর কাহিনী, হার না মানার কাহিনী পড়তে আমার খুব ভালো লাগে। আমি অন্ধকারে আলো খুঁজতে ভালোবাসি। আমার বেশ কিছু লেখায় তারই প্রতিফলন রয়েছে। হাসির গল্প পড়তে ও ভালো লাগে। হাসতে ভালো লাগে। আমার মতে জীবন একটা সুন্দর উপহার। সেটার সৌন্দর্য অনুভব করার জন্য ব্যাস একটা সুন্দর মন চায়।আমার বিশ্বাস জীবনে হতাশ হওয়ার অনেক কারন থাকে, কিন্তু হার মেনে যাওয়ার কোনো কারন থাকতে পারে না। আমার কাহিনী যারা পড়েছেন তাদের ধন্যবাদ। অনেকেই খুব সুন্দর লেখেন, খুব ভালো লাগে পড়তে। সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা।ধন্যবাদ।
আমি গল্পের বই পড়তে , আর লিখতে ভালো বাসি। কেমন লিখি সেটা পাঠক পাঠিকাদের ওপর ছেড়ে দিলাম। কখনো ভাবিনি আমার ডায়েরিতে বন্দি লেখা গুলো কখনো কেউ পড়বে বা কাউকে পড়াতে পারবো। এই সুযোগ দেওয়ার জন্য প্রতিলিপি কে অসংখ্য ধন্যবাদ। জিতে যাওয়ার কাহিনি, উঠে দাঁড়ানোর কাহিনী, হার না মানার কাহিনী পড়তে আমার খুব ভালো লাগে। আমি অন্ধকারে আলো খুঁজতে ভালোবাসি। আমার বেশ কিছু লেখায় তারই প্রতিফলন রয়েছে। হাসির গল্প পড়তে ও ভালো লাগে। হাসতে ভালো লাগে। আমার মতে জীবন একটা সুন্দর উপহার। সেটার সৌন্দর্য অনুভব করার জন্য ব্যাস একটা সুন্দর মন চায়।আমার বিশ্বাস জীবনে হতাশ হওয়ার অনেক কারন থাকে, কিন্তু হার মেনে যাওয়ার কোনো কারন থাকতে পারে না। আমার কাহিনী যারা পড়েছেন তাদের ধন্যবাদ। অনেকেই খুব সুন্দর লেখেন, খুব ভালো লাগে পড়তে। সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা।ধন্যবাদ।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়