বাংলা ভাষায় নেতাজি ওপেনের ডিগ্রি-তে স্নাতোকত্তোর হলেও তেমন উৎসাহিত নই চাকরিতে। মাল্টিমিডিয়া প্রশিক্ষণপ্রাপ্ত। বি.সি.এ. করেছিলাম। প্রযুক্তিগত নানা বিষয় শিখেছি তবে চাকরি করাকে ভালবাসতে পারিনি। অনুবাদকের কাজ করি। নিজেকে ভাষাশ্রমিক বলতে ভালবাসি। আর ভাল বাসি বাংলায় থাকতে। আরও কিছুদিন। অনেক পড়তে চাই ও পড়াতেও চাই বিশ্ব ধারণার অণুপ্রেরণাগুলিকে...। ফটো তোলারও বিশেষ শখ রয়েছে। সৃজনশীলতার সাথে থাকুন। ...ছোটবেলা থেকে একা সমাজে এগিয়ে চলার পূর্ণ পরিণতির স্বপ্ন। পুনশ্চ আমি বাবা-কে হারাই ১৫ বছর বয়সে...তারপর মা পাশে থাকলেও ওঁনাকে হীরে কুড়িয়ে দিতে পারি নি...আসলে শান্তির খোঁজ করেছি রোজ...ভালোবাসায়...যেখানে পৃথিবী আজ বড়ই অস্থির আর আমার চাহিদাহীন বাউল জন্মে...অপ্রত্যাশায় শান্তি গুনছে...আত্মা...৩ মিনিট ৫৭ সেকেন্ড ০১ মিলিসেকেন্ড। ঋতুযান পাবলিকেশন আমারই হাতে পরিচালিত বই প্রকাশের সংস্থা।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়