মানিক চন্দ্র গোস্বামী
জন্ম ১৯৫৪, কলকাতা । যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার। পেশায় অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক । কর্মস্থল জামশেদপুর । বাল্যকাল থেকেই কবিতা লেখার প্রতি আগ্রহ। মনের ভাব প্রকাশের একটা বড় মাধ্যম হলো কবিতা। সময় বিশেষে কবিতার ধরণ যায় পাল্টে । ভালো লাগার ইচ্ছেটুকু পাঠক মহলেও ছড়িয়ে পড়ুক - তবেই জানবো আমার এ প্রচেষ্টা সার্থক।