আপনার পছন্দের ভাষা বেছে নিন
সেদিনও চুপ করে থেকেছি, যেদিন কালো বলে শাশুড়ি প্রথম কথা শোনালো, যেদিন পনের দাবী তে স্বামী প্রথম গায়ে হাত তুলল, আর যেদিন বাঁজা বলে বিধবা ননদ প্রথম অপমান করল? সেদিনও চুপ করে থেকেছি.. কেন বলুনতো? কারন ...
সাহিত্য জগতের লোক নই। সখের সাহিত্যিক। ছোট্টবেলা থেকেই কোন গল্পের বই পেলেই গোগ্রাসে গিলি, কোনকিছু না ভেবেই। শরৎচন্দ্র পড়ে বাংলা সাহিত্যের প্রতি অফুরান ভালবাসা জন্মে যায়। আজও শরৎচন্দ্রের প্রতিটা উপন্যাস, প্রতিটা গল্প সমান ভাবে নাড়া দেয়। সেই থেকেই ভাবতে শিখি। আর সেই ভাবনা গুলোকে প্রকাশ করতেই কলম ধরার চেষ্টা। সমাজের নৃশংস দিক গুলো কহুহুব নাড়া দেয়। সমাজের জন্য কিছু একটা করার তাগিদও তার সাথে যুক্ত হয়। সেই শুরু। তারপর কখন পাঠকের প্রশংসা একের পর এক গল্প কবিতা লিখতে অনুপ্রানিত করে চলেছে, আর আমিও লিখে চলেছি। জানিনা এতে সমাজের কতটা উপকার করতে পারি কিন্তু বিশ্বাস আছে একদিন ঘুম থেকে উঠে চোখ কচলে সুন্দর একটা সমাজ ঠিক দেখতে পাব আমরা। আপনারা পাশে থাকলে ভাল লাগবে।
সাহিত্য জগতের লোক নই। সখের সাহিত্যিক। ছোট্টবেলা থেকেই কোন গল্পের বই পেলেই গোগ্রাসে গিলি, কোনকিছু না ভেবেই। শরৎচন্দ্র পড়ে বাংলা সাহিত্যের প্রতি অফুরান ভালবাসা জন্মে যায়। আজও শরৎচন্দ্রের প্রতিটা উপন্যাস, প্রতিটা গল্প সমান ভাবে নাড়া দেয়। সেই থেকেই ভাবতে শিখি। আর সেই ভাবনা গুলোকে প্রকাশ করতেই কলম ধরার চেষ্টা। সমাজের নৃশংস দিক গুলো কহুহুব নাড়া দেয়। সমাজের জন্য কিছু একটা করার তাগিদও তার সাথে যুক্ত হয়। সেই শুরু। তারপর কখন পাঠকের প্রশংসা একের পর এক গল্প কবিতা লিখতে অনুপ্রানিত করে চলেছে, আর আমিও লিখে চলেছি। জানিনা এতে সমাজের কতটা উপকার করতে পারি কিন্তু বিশ্বাস আছে একদিন ঘুম থেকে উঠে চোখ কচলে সুন্দর একটা সমাজ ঠিক দেখতে পাব আমরা। আপনারা পাশে থাকলে ভাল লাগবে।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়