অপর্ণা গাঙ্গুলীর লেখালেখির শুরু মেয়েবেলা থেকেই যদিও ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর অপর্ণা তখন ইংরেজিতেই লিখতেন বেশি l বাংলাতে লিখছেন গত দশ বছর ধরে l তাঁর ছোট গল্প সংকলন প্রকাশিত হয়েছে দুইটি ও ছোটদের জন্যে লেখা বই একখানি প্রকাশিত হয়েছে l এ ছাড়াও বিভিন্ন প্রকাশনীর গল্প সংকলনে স্থান পেয়েছে অপর্ণার লেখা l বিভিন্ন পত্র পত্রিকাতেও অপর্ণার লেখা ছাপা হয় ক্রমাগত l অপর্ণা জীবজন্তু ভালোবাসেন l তাঁর অবসর সময় কাটে বই পড়ে ও ছবি এঁকে l বর্তমানে তিনি ক্রিয়েটিভ রাইটিং, পাবলিক স্পিকিংএর অনলাইন ইংলিশ ট্রেনার হিসেবে কর্মরত l "ভালোবেসে লেখালেখি" এটিই হলো অপর্ণার লেখক সত্ত্বার একমাত্র পরিচায়ক l