কখনো যে এই ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে লিখবো বা লিখতে পারবো, তা সত্যি কোনদিনও ভাবিনি। তবে ছোট থেকেই লেখার প্রতি একটা অদম্য ,একটা অজানা, অদেখা টান বার বার অনুভব করেছি, তাই হয়তো তার টানেই আজ এত কিছু লিখেও ফেলি। জানিনা কেমন হয় সেই সব সৃষ্টি, তবে চেষ্টা করি প্রতি নিয়ত আরো আরো ভালো করার আরো ভালো লেখার।
বর্তমানে আমি পেশায় যুক্ত, মাষ্টার্স শেষ করার পর পেশায় যুক্ত হওয়ার দরুন তেমন সময় পেতাম না, তবে হয়তো মনের অদম্য ইচ্ছে সেই সময় তৈরি করে দেয় নতুন সৃষ্টির জন্য।
আমি সেই সব মানুষদের ভীষণ ভাবে ধন্যবাদ জানাতে চাই যারা আমার এই লেখনী কে ভীষণ ভাবে support করেছে আর অগাধ ভালোবাসা দিয়েছেন। ধন্যবাদ।।
সবার ভালোবাসাতেই সৃষ্টি হোক নতুনের সম্ভার।।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়