আপনার পছন্দের ভাষা বেছে নিন
অভিসার শোনো গো পূবালী হওয়া, আমারি পরানে চাওয়া। তোমারই প্রেমে তে ধাওয়া, উদাসী মলিনও ছোঁয়া। পূর্ব রাগের পরশও পাওয়া, অবসাদ কাটিয়ে যাওয়া। নতুন করে প্রাণের সুরেতে গাওয়া, মদিরা মাধবী চাঁদেরও জোৎস্না ...
আমি বাংলায় কথা বলি, আমি বাঙালি আদলে চলি।। আমি ভালোবাসি বাঙালি খাবার খেতে, আমি মেতে উঠি বাংলার প্রাণোচ্ছল গীতে।। সার্থক আমার জন্ম মাগো বাংলা তোমায় পেয়ে, মৃত্যতে যেন ঠাঁই পাই মাগো বাংলা তোমার পায়ে। বাংলা আমার রবি ঠাকুর,নজরুল,সুভাষ,বিবেকানন্দ,দ্বিজেন্দ্রলাল এর বাংলা প্রেমের রিত, আমি বারবার দেখি জীবনানন্দের বাংলার রূপ হৃদয়ে বিরাজ চিরাচরিত বাংলার সংগীত।। বাংলা আমার ধমনীর রক্ত,বাংলা অলিন্দ নিলয়, বাংলা আমার প্রাণের ভাষায় জেগে উঠুক বিপ্লবের প্রলয়।।
আমি বাংলায় কথা বলি, আমি বাঙালি আদলে চলি।। আমি ভালোবাসি বাঙালি খাবার খেতে, আমি মেতে উঠি বাংলার প্রাণোচ্ছল গীতে।। সার্থক আমার জন্ম মাগো বাংলা তোমায় পেয়ে, মৃত্যতে যেন ঠাঁই পাই মাগো বাংলা তোমার পায়ে। বাংলা আমার রবি ঠাকুর,নজরুল,সুভাষ,বিবেকানন্দ,দ্বিজেন্দ্রলাল এর বাংলা প্রেমের রিত, আমি বারবার দেখি জীবনানন্দের বাংলার রূপ হৃদয়ে বিরাজ চিরাচরিত বাংলার সংগীত।। বাংলা আমার ধমনীর রক্ত,বাংলা অলিন্দ নিলয়, বাংলা আমার প্রাণের ভাষায় জেগে উঠুক বিপ্লবের প্রলয়।।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়