যে সকল পাঠকগণ আমার লেখা পড়েছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করি বাস্তবিক জীবনের নানা ঘটনা গুলোকে তুলে ধরতে কবিতা ও গল্পের মাধ্যমে। আমার লেখা গুলো প্রতিলিপির দৌলতে আজ অসংখ্য পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে।এর জন্য আমি প্রতিলিপির কাছে চির কৃতজ্ঞ।
প্রতিলিপিকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আমার উল্লেখযোগ্য লেখাগুলি হলো -হরিপদ, সুকন্যা, বংশধর।
এছাড়াও অনেক গদ্যকবিতা রয়েছে যে গুলি পাঠকদের ভালো লাগতে পারে।
বর্তমানে হরিপদ গল্পটি প্রতিলিপি থেকে বই আকারে প্রকাশিত হয়েছে।অ্যামাজনে পাওয়া যাচ্ছে।https://www.amazon.in/dp/9360454729?ref=myi_title_dp এই লিংক থেকে কিনতে পাওয়া যাবে।
আমার লেখা পড়ার জন্য পাঠকদের জানাই অনেক অনেক আন্তরিক ধন্যবাদ।
পশ্চিম মেদিনীপুরের ছেলে আমি
জন্ম আমার জোতকানুরামগড়ে
পেশায় আমি সাহিত্য থেকে বহু দূরে
নেশায় আমি সাহিত্যিক।
যা দেখি, তাই লিখে ফেলি
আমার না পড়া কবিতায়।