আসলে নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছুই নেই আমার। লেখাটাও ঠিকঠাক আসেনা। কল্পনা দিয়ে শব্দ সাজাই মনের মতো করে। এতে নিজেকে লেখক বলা যায় কিনা জানিনা। তবে ছোটোবেলা থেকেই ভীষণ চুপচাপ আর কল্পনাপ্রবন আমি। তাই এই কল্পনাকে আশ্রয় করেই প্রতিলিপির হাত ধরে হাতে কলম তুলে নেওয়া নিজের অনুভূতিগুলোকে শব্দের মাধ্যমে প্রকাশ করার জন্য। তারপর থেকে এই শব্দরাই আমার প্রিয় বন্ধু। তবে আমার এই বন্ধুত্বের জগতে আপনাদের সকলের ভালোবাসা, সহযোগিতা, সমর্থন সবটাই আমার কাছে আশির্বাদ সমতুল্য। আশা করবো আপনাদের এই আশির্বাদ সবসময়ই আমার পথ চলার সঙ্গী হবে।💕🌼
আপনারা চাইলে আমার ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট, ইন্সটা অ্যাকাউন্টেও আমায় ফলো করতে পারেন।
ফেসবুক পেজ-- কাকলি মোদক
ফেসবুক -- কা ক লি
ইন্সটাগ্রাম-- Kakolimodak
একটি নতুন ধারাবাহিক লিখছি " ভোরের সূর্যমুখী "। আপনাদের অনুরোধ রইল ধারাবাহিকটি পড়ে দেখার। পাশাপাশি বাকি ছোটো গল্পগুলোও পড়ে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ😊❤
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়