লেখালেখির জগৎে যখন যাত্রা শুরু তখন সবে ক্লাস এইট্ । স্কুল ম্যাগাজিন এবং ইচ্ছেপাখি লিটল ম্যাগাজিনের হাত ধরে প্রকৃতিপ্রেম ও বিজ্ঞানভিত্তিক রচনার সাথে । মূলত নারীবাদ সঙ্গে নিয়ে সমাজ বন্ধনে পিছিয়ে পড়া নারীদের অগ্রগতি লেখনীর অন্যতম উদ্দেশ্য । সমানভাবে তালমিলিয়ে রয়ছে বাস্তববাদ,রোম্যান্টিসিজ্ম ইত্যাদিও ।এছর লেখকের নতুন করে লেখনীর প্রকাশ নারীকথা শারদীয়া সংখ্যা,একুশে কবিতা,প্রতিচ্ছবি ইত্যাদি বিভিন্ন পত্রপত্রিকায় অনেক কবিতা ও ছোটগল্প দিয়ে।বর্তমানে ইচ্ছেপাখি লিটল ম্যাগের সহসম্পাদক।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়