হয়ত পৃথিবীতে আমি অনেক তুচ্ছ। আমি আমার মত।আমার গতিপথ আমার হাসি, কান্না,অানন্দ,বেদনা আমারি। আমি ভালোবাসি পড়তে তবে হ্যাঁ গল্প কবিতা কোন অনুশীলন পাঠ্য বই নয়। আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নয়। আমি খুব সাধারণ একজন মানুষ মাত্র
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
আমি সজিব কুমার। প্রথমেই নামটা বললাম কারন নাম না জেনে কি আর পরিচয় হয়? আমি খুব সাধারণ এক পরিবারের সন্তান। বাংলাদেশের পাবনা জেলাতে বাড়ি। কবিতা লিখি খুব সাধারণ ভাবে। নটে দা, গজা দা, কানু দা, বিচ্চু বিট্টু সকলেই আমার কল্পনার পৃথিবীর মানুষ। এদের নিয়ে কল্পনাতে বেশ মজা করি। আপনারা একটু পড়ে আসবেন আমার এই কল্পনার ব্যাক্তিদের কাহিনী।
ধন্যবাদ।