সময়ের হিসেব রাখিনা, করিনাই সঞ্চয় যা কিছু ছিল মোর দিয়েছি সব তার। শুধু স্মৃতি নিয়ে ছুটে চলি অদিতির পথ। ছুঁয়ে যাই গহিন মন অন্তরালের প্রেম। চন্দ্র সূর্য নিয়মের দাস, আমি অনিয়ম।জোয়ার ভাটা নিয়ে ভাবিনা আর করিনা রোদন।। বৃষ্টি গায়ে মেখে পাড়ি দেই আজো অদিতির পথ । ব্যার্থ সময় সাধ্য কি তোর.? এই অবেলায় বাঁধবি আমায়।।