পরশু রাউন্ডে দেখি বছর পনেরোর একটা ছেলে প্রচন্ড ভায়োলেন্ট হয়ে গেছে। হাত-পা বেঁধে রাখা হয়েছে, কিন্তু পাগলের মত টানাটানি করছে। চোখের সামনে একটা হাতের বাঁধন ছিঁড়ে ফেলল। আর মুখে অশ্রাব্য গালাগালি। ছেলেটার নাম শুনলাম ছোটন, ওরফে ছটঙ্কি। আমার ফাইনাল ইয়ার এমডির যে স্টুডেন্ট মেয়েটি ওকে দেখছিল, তার নাম ডা: সুমন। বলল, ঘন্টাখানেক আগে ছেলেটাকে কোনো এনজিওর দু'জন লোক এনে ভর্তি করেছে। ভোর রাত থেকেই ও নাকি অমন করছে। ছেলেটাকে পরীক্ষা করব কী, কাছেই যেতে পারছিলাম না। সমানে হাত-পা ছুঁড়ছে, থুতু ছেটাচ্ছে। মুখটা ...
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়