আপনার পছন্দের ভাষা বেছে নিন
পরশু রাউন্ডে দেখি বছর পনেরোর একটা ছেলে প্রচন্ড ভায়োলেন্ট হয়ে গেছে। হাত-পা বেঁধে রাখা হয়েছে, কিন্তু পাগলের মত টানাটানি করছে। চোখের সামনে একটা হাতের বাঁধন ছিঁড়ে ফেলল। আর মুখে অশ্রাব্য গালাগালি। ...
সরিৎ চট্টোপাধ্যায়। পাঁচ সাড়ে আট, ৭৮ কেজি। জন্ম, ১৭ই মে, ১৯৬৮। বর্তমানে জীবিত। নাস্তিক। আদি নিবাস নবদ্বীপধাম হলেও আজ চারপুরুষের বসবাস দিল্লি শহরে। পেশা, সরকারী হাসপাতালে ডাক্তারি ও অধ্যাপনা। লেখালিখির আরম্ভ নাটক দিয়ে। এখন অবধি ওনার লেখা ছটা নাটক মঞ্চস্থ হয়েছে। দশবছর একটা অপেশাদার নাট্যদলের সাথে সংশ্লিষ্ট ছিলেন ও নির্দেশনা করেছেন। সম্প্রতি ওনার অণুগল্প ও ছোটগল্পের সংকলন 'স্টারডাস্ট' কলকাতা বইমেলা '১৬তে প্রকাশিত হয়েছে। লেখালিখির প্রেরণা পিতা প্রদ্যোৎ নারায়ণ চট্টোপাধ্যায়, কবি, গীতিকার। ওনার কোনো রাজনৈতিক অবস্থান নেই।
<p>সরিৎ চট্টোপাধ্যায়। পাঁচ সাড়ে আট, ৭৮ কেজি। জন্ম, ১৭ই মে, ১৯৬৮। বর্তমানে জীবিত। নাস্তিক। আদি নিবাস নবদ্বীপধাম হলেও আজ চারপুরুষের বসবাস দিল্লি শহরে। পেশা, সরকারী হাসপাতালে ডাক্তারি ও অধ্যাপনা। লেখালিখির আরম্ভ নাটক দিয়ে। এখন অবধি ওনার লেখা ছটা নাটক মঞ্চস্থ হয়েছে। দশবছর একটা অপেশাদার নাট্যদলের সাথে সংশ্লিষ্ট ছিলেন ও নির্দেশনা করেছেন। সম্প্রতি ওনার অণুগল্প ও ছোটগল্পের সংকলন 'স্টারডাস্ট' কলকাতা বইমেলা '১৬তে প্রকাশিত হয়েছে। লেখালিখির প্রেরণা পিতা প্রদ্যোৎ নারায়ণ চট্টোপাধ্যায়, কবি, গীতিকার। ওনার কোনো রাজনৈতিক অবস্থান নেই।</p>
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়