pratilipi-logo প্রতিলিপি
বাংলা

ছেলেবেলা

2924
3.5

ছেলেবেলা শহরের স্মৃতি--- শহর জনবহুল এলাকা। এখানে গাড়ির ধোঁয়াই চিরন্তন সাথী। কখনো খোলা ঢাকের আওয়াজের স্বাদ পাবেন না । শুধু কাজ আর কাজ। টাকা আর টাকা । চাই আর চাই। গরিবের শুধু আর নাই। তঁার মধ্যেও আমার এক স্মৃতি খুব মনে পড়ে। আমার মামাবাড়ি ছিল দমদম এ। সেখানে খুব আদর ছিল কিনা মনে পড়ে না কিন্তু দুষ্টুমির আড্ডা ছিল সেটা মনে পড়ে। মামার পিছনে লাগা দিদিমার সংগে খুনসুটি করা সেটা ছিল। আমি মনে করি সব জিনিষেরই ভালো দিক যেমন আছে তেমন খারাপ দিক ও আছে । তাই আমার স্মৃতি সুখের যেমন ছিল তেমন দুঃখের ও ছিল। খুব ...