জন্ম চট্টগ্রাম, বাংলাদেশ। পেশায় স্থপতি। নেশায় লেখক। লিখেছেন বিভিন্ন পত্র পত্রিকা ও সাময়িকীতে। লেখালেখির শুরু ২০০২ সালে। বিভিন্ন মাধ্যমে লেখার পর ২০১৫ সালে নিজের একক বই প্রকাশ করেন। এরপর থেকেই চলছে লেখার ট্রেন।প্রকাশিত বই সমুহঃ প্রেতসাধক নিশি মিয়া, নিশি মিয়া আধোচক্র, নিশি মিয়া মানুষখেকো, বঙ্গদেশী মাইথোলজি, ভয়ের ছায়াপথ (ইবুক), লিলিখ নগরে নিশি মিয়া (ইবুক), নিশিমিয়া সমগ্র (কলকাতা), বঙ্গদেশি মাইথোলজি (বাংলাদেশ ও কলকাতা) ।