ছোটো থেকেই বইয়ের প্রতি আলাদাই ভালোবাসা আমার। গল্প, কবিতা এবং বিভিন্ন রকমের লেখা পড়তে খুব ভালোবাসি। বই আমার প্রিয় বন্ধু।
লেখালেখি টুকটাক আগে করতাম কিন্তু সেইভাবে এখনও শিখিনি। যা মনে আসে লিখে ফেলি। লিখতে ও পড়তে দুটোই খুব পছন্দ করি। মনে যা আসে সঙ্গে সঙ্গে লিখে দি। আমি সবার আগে একজন পাঠক তারপরে একজন লেখালেখি করার মানুষ। না, নিজেকে লেখিকা বলবো না কারণ সেই জায়গায় এখনও যাইনি। লেখালেখির জগতে হাতেখড়ি হঠাৎ করেই হয়। তেমনভাবে লিখতাম না আগে। ওই স্কুলে ম্যাগাজিন বা অন্য কোনো বিষয় নিয়ে লেখার হলে তখন টুকটাক লিখতাম। প্রতিলিপি আমায় খুব বড় একটা সুযোগ করে দিয়েছে লেখালেখির জন্য।
আমার মতন যারা লিখতে ও পড়তে ভালোবাসে তাদের জন্য একদম উপযুক্ত জায়গা হলো এই প্রতিলিপি।
অবশ্যই ভালো লাগলে অনুসরণ করে সাপোর্ট করবেন ❤️🫶 আপনারা পাশে থাকলে তবেই তো আরো লেখার অনুপ্রেরণা পাবো।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়