pratilipi-logo প্রতিলিপি
বাংলা

প্রতিলিপি আয়োজিত ইন্টারভিউ

5
39

লেখা শুরু করার আগে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রতিলিপিকে। প্রতিলিপি না থাকলে হয়তো লেখালেখির জগতে আমার প্রথম পদক্ষেপ সম্ভব হতো না। এই প্ল্যাটফর্মই আমাকে সাহিত্যের দুনিয়ায় প্রবেশ করার ...

এখন পড়ুন
লেখক পরিচিতি
author
দিশারী✨

ছোটো থেকেই বইয়ের প্রতি আলাদাই ভালোবাসা আমার। গল্প, কবিতা এবং বিভিন্ন রকমের লেখা পড়তে খুব ভালোবাসি। বই আমার প্রিয় বন্ধু। লেখালেখি টুকটাক আগে করতাম কিন্তু সেইভাবে এখনও শিখিনি। যা মনে আসে লিখে ফেলি। লিখতে ও পড়তে দুটোই খুব পছন্দ করি। মনে যা আসে সঙ্গে সঙ্গে লিখে দি। আমি সবার আগে একজন পাঠক তারপরে একজন লেখালেখি করার মানুষ। না, নিজেকে লেখিকা বলবো না কারণ সেই জায়গায় এখনও যাইনি। লেখালেখির জগতে হাতেখড়ি হঠাৎ করেই হয়। তেমনভাবে লিখতাম না আগে। ওই স্কুলে ম্যাগাজিন বা অন্য কোনো বিষয় নিয়ে লেখার হলে তখন টুকটাক লিখতাম। প্রতিলিপি আমায় খুব বড় একটা সুযোগ করে দিয়েছে লেখালেখির জন্য। আমার মতন যারা লিখতে ও পড়তে ভালোবাসে তাদের জন্য একদম উপযুক্ত জায়গা হলো এই প্রতিলিপি। অবশ্যই ভালো লাগলে অনুসরণ করে সাপোর্ট করবেন ❤️🫶 আপনারা পাশে থাকলে তবেই তো আরো লেখার অনুপ্রেরণা পাবো।

রিভিউসমূহ
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    সাগ্নিক
    22 জানুয়ারী 2025
    আপনার লেখাটি পড়ে আমি কিছু বলতে চাইলাম কিছু মনে করবেন না। আপনি যে এগিয়ে গেছেন এর জন্যে আপনাকে অনেক অভিনন্দন জানাই আরোও এগিয়ে যান সঙ্গে আছি। আপনি খুব সুন্দর টিপস দিয়েছেন আমার মত নতুন অথবা যারা লিখছে তাদের জন্যে তার জন্যে অনেক ধন্যবাদ এত ভালো উৎসাহ দেওয়ার জন্যে। প্রথমত আপনার মত আমিও গল্প পড়তে খুব ভালবাসতাম ঠিকই লিখেও ছিলাম কিন্তু কোনোদিন তেমন উৎসাহ পাইনি কাওকে বলিও নি যে আমার লেখা লেখি গল্প পড়তে ভালো লাগে। কিন্তু ইন্টারনেট পাওয়ার পর থেকে অনলাইনে পড়তাম পিডিএফ ফাইল ডাওনলোড করে তারপর মির্চি বাংলাতে মিরের গলায় গল্প শুনতাম। সাহিত্যের প্রতি ভালোবাসা চিরকাল ছিল আমার যাইহোক আমি যখন প্রতিলিপি সম্পর্কে জানি ওত বুঝতাম না যে এর মধ্যে গল্প ছাড়া যায় নিজের মত করে লেখা যায় এসব কিছু। তারপর জানার পরেও আমি পাঠক হিসেবে ছিলাম। পড়াশোনা চাপে পরে থাকত অ্যাপ তারপর আনইন্সটল করতাম পুনরায় ইন্সটল করতাম এমনই চলতে থাকতো। তারপর আগের বছর ভাবলাম কেনোনা লেখা যাক কাজ আর পড়াশোনার মাঝে । তখন কেমন যেন মনে হচ্ছিল যদি কেউ পছন্দ না করে যদি কেউ না আমার গল্প পড়ে যদি আমার লেখা কারোর কাছে না পৌঁছায় এই ভেবে ডিলিট করেদি। কিন্তু ঠিক কিছুদিন আগে মানে ছয়দিন আগে ভাবলাম না সাহস লাগিয়ে কিছু লেখায় যাক প্রতিলিপিতে ছাড়া যাক তাই আবার ইন্সটল করে নতুন একাউন্ট বানিয়ে সারাদিন ভাবছিলাম কি লেখা যায় সেদিন কাজ থেকে বাড়ি এসে নতুন লেখা আরম্ভ করি। সেদিন থেকেই আমার প্রতি লিপিতে লেখা জার্নি শুরু হয় যদিও আমার বেশিদিন হয়নি কিন্তু অন্যের গল্প পড়তে পড়তে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি ।।। আপনার লেখাটি পড়ে আমিও একটু বড় করে লিখলাম। আমি প্রতিলিপিতে নতুন লিখছি বেশিদিন একটু আমার গল্প পড়ে পাশে থাকার ও সাপোর্ট দেওয়ার জন্যে একটু ছোট অনুরোধ রইলো ভালো থাকবেন ধন্যবাদ ।।। আর এর জন্য ধন্যবাদ যে আপনি এত ভালো টিপস দিয়েছেন সবার জন্য তার জন্য আপনাকে সত্যি কৃতজ্ঞ জানাই 🤗🤗🤗
  • author
    Anup Kumar Mitra
    22 জানুয়ারী 2025
    গল্প লেখার ক্ষেত্রে বিশেষ করে ধারাবাহিক লেখার ক্ষেত্রে আপনি যে পয়েন্টগুলো মেনশন করেছেন প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যেভাবে এই প্রতিবেদনটা উপস্থাপনা করেছেন সেটা একজন নতুন লেখক বা লেখিকার কাছে ভীষণ রকম শিক্ষণীয়। আমি ইতিমধ্যে আরও দু তিনজনের ইন্টারভিউ পড়লাম কিন্তু আপনারটা ভীষণ বিশ্লেষণমূলক এবং বর্ণনামূলক তার সাথে যথাযথ বলে মনে হল। সত্যি বলতে কি আমি নিজেও এতটা বিশ্লেষণ করে আমার ইন্টারভিউয়ের প্রতিবেদনটা লিখতে পারিনি। অবশ্যই আমি নিজেও আপনার এই প্রতিবেদন থেকে অনেক কিছু শিখলাম এবং সমৃদ্ধ হলাম। আপনার ভবিষ্যৎ সাহিত্য জীবনের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। তার সাথে জানালাম নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা। 💐💐💐
  • author
    Tanmoy 😊
    22 জানুয়ারী 2025
    প্রথমেই বলব সত্যিই প্রতিলিপি আমাদের একটা দারুণ প্ল্যাটফর্ম দিয়েছে।অন্তত আমার মত যারা ঠিক লেখখ নয় এমন কি ভাষার ওপরে ও তেমন দখল নেই, তারাও এখানে নিজের গল্প লিখতে পারে। আমি কখনো ভাবিনি যে আমি লিখবো তাও সেটা হবে "বাংলা"। আমি গল্প বানাতে খুব ভালোবাসী আর বলতেও তবে সেটা ওই অনুষ্ঠান বাড়িতে ব্যাস্ত মা বাবাদের ছোট্ট ছেলে,মেয়েদের জন্য। ওদের গল্প বলে ভুলিয়ে রাখতাম।আর সেই আমি আজ ধারাবাহিক লিখছি!এটা সত্যিই আমার কাছে স্বপ্নের মত। প্রতিলিপিতে আসার পর ঠিক করলাম লিখলে বাংলা ভাষা নিজের মাতৃ ভাষাতেই লিখবো।এর জন্য মন থেকে প্রতিলিপি কে ধন্যবাদ। এবার বলি আপনার লেখা নিয়ে। আপনি টিচার হলে কোন ছাত্র ছাত্রী ফেল হবে আপনার কাছে পড়লে।কি চমৎকার ভাবে এত কঠিন একটা ব্যাপার কে সরল ভাবে বুঝিয়েছেন প্রতিটা পয়েন্ট অসাধারণ👏👏👏 আপনার এই লেখা আমার মত অনেকেই যারা এত ভালো লিখতে পারে না তাদের অনেক অনুপ্রাণিত করবে। সব থেকে ভালো লাগলো যেটা আপনি লিখেছেন যে প্রথম,মাঝের আর শেষের দিকটা যদি মনের মধ্যে পরিষ্কার থাকে তাহলে সত্যিই একটা বড় ধারাবাহিক লিখতে সুবিধে হবে। আপনাকে অনেক ধন্যবাদ এই ভাবে অনুপ্রাণিত করার জন্য 🙏🙏🙏🙏🙏
  • author
    আপনার রেটিং

  • মোট রিভিউ
  • author
    সাগ্নিক
    22 জানুয়ারী 2025
    আপনার লেখাটি পড়ে আমি কিছু বলতে চাইলাম কিছু মনে করবেন না। আপনি যে এগিয়ে গেছেন এর জন্যে আপনাকে অনেক অভিনন্দন জানাই আরোও এগিয়ে যান সঙ্গে আছি। আপনি খুব সুন্দর টিপস দিয়েছেন আমার মত নতুন অথবা যারা লিখছে তাদের জন্যে তার জন্যে অনেক ধন্যবাদ এত ভালো উৎসাহ দেওয়ার জন্যে। প্রথমত আপনার মত আমিও গল্প পড়তে খুব ভালবাসতাম ঠিকই লিখেও ছিলাম কিন্তু কোনোদিন তেমন উৎসাহ পাইনি কাওকে বলিও নি যে আমার লেখা লেখি গল্প পড়তে ভালো লাগে। কিন্তু ইন্টারনেট পাওয়ার পর থেকে অনলাইনে পড়তাম পিডিএফ ফাইল ডাওনলোড করে তারপর মির্চি বাংলাতে মিরের গলায় গল্প শুনতাম। সাহিত্যের প্রতি ভালোবাসা চিরকাল ছিল আমার যাইহোক আমি যখন প্রতিলিপি সম্পর্কে জানি ওত বুঝতাম না যে এর মধ্যে গল্প ছাড়া যায় নিজের মত করে লেখা যায় এসব কিছু। তারপর জানার পরেও আমি পাঠক হিসেবে ছিলাম। পড়াশোনা চাপে পরে থাকত অ্যাপ তারপর আনইন্সটল করতাম পুনরায় ইন্সটল করতাম এমনই চলতে থাকতো। তারপর আগের বছর ভাবলাম কেনোনা লেখা যাক কাজ আর পড়াশোনার মাঝে । তখন কেমন যেন মনে হচ্ছিল যদি কেউ পছন্দ না করে যদি কেউ না আমার গল্প পড়ে যদি আমার লেখা কারোর কাছে না পৌঁছায় এই ভেবে ডিলিট করেদি। কিন্তু ঠিক কিছুদিন আগে মানে ছয়দিন আগে ভাবলাম না সাহস লাগিয়ে কিছু লেখায় যাক প্রতিলিপিতে ছাড়া যাক তাই আবার ইন্সটল করে নতুন একাউন্ট বানিয়ে সারাদিন ভাবছিলাম কি লেখা যায় সেদিন কাজ থেকে বাড়ি এসে নতুন লেখা আরম্ভ করি। সেদিন থেকেই আমার প্রতি লিপিতে লেখা জার্নি শুরু হয় যদিও আমার বেশিদিন হয়নি কিন্তু অন্যের গল্প পড়তে পড়তে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি ।।। আপনার লেখাটি পড়ে আমিও একটু বড় করে লিখলাম। আমি প্রতিলিপিতে নতুন লিখছি বেশিদিন একটু আমার গল্প পড়ে পাশে থাকার ও সাপোর্ট দেওয়ার জন্যে একটু ছোট অনুরোধ রইলো ভালো থাকবেন ধন্যবাদ ।।। আর এর জন্য ধন্যবাদ যে আপনি এত ভালো টিপস দিয়েছেন সবার জন্য তার জন্য আপনাকে সত্যি কৃতজ্ঞ জানাই 🤗🤗🤗
  • author
    Anup Kumar Mitra
    22 জানুয়ারী 2025
    গল্প লেখার ক্ষেত্রে বিশেষ করে ধারাবাহিক লেখার ক্ষেত্রে আপনি যে পয়েন্টগুলো মেনশন করেছেন প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যেভাবে এই প্রতিবেদনটা উপস্থাপনা করেছেন সেটা একজন নতুন লেখক বা লেখিকার কাছে ভীষণ রকম শিক্ষণীয়। আমি ইতিমধ্যে আরও দু তিনজনের ইন্টারভিউ পড়লাম কিন্তু আপনারটা ভীষণ বিশ্লেষণমূলক এবং বর্ণনামূলক তার সাথে যথাযথ বলে মনে হল। সত্যি বলতে কি আমি নিজেও এতটা বিশ্লেষণ করে আমার ইন্টারভিউয়ের প্রতিবেদনটা লিখতে পারিনি। অবশ্যই আমি নিজেও আপনার এই প্রতিবেদন থেকে অনেক কিছু শিখলাম এবং সমৃদ্ধ হলাম। আপনার ভবিষ্যৎ সাহিত্য জীবনের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। তার সাথে জানালাম নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা। 💐💐💐
  • author
    Tanmoy 😊
    22 জানুয়ারী 2025
    প্রথমেই বলব সত্যিই প্রতিলিপি আমাদের একটা দারুণ প্ল্যাটফর্ম দিয়েছে।অন্তত আমার মত যারা ঠিক লেখখ নয় এমন কি ভাষার ওপরে ও তেমন দখল নেই, তারাও এখানে নিজের গল্প লিখতে পারে। আমি কখনো ভাবিনি যে আমি লিখবো তাও সেটা হবে "বাংলা"। আমি গল্প বানাতে খুব ভালোবাসী আর বলতেও তবে সেটা ওই অনুষ্ঠান বাড়িতে ব্যাস্ত মা বাবাদের ছোট্ট ছেলে,মেয়েদের জন্য। ওদের গল্প বলে ভুলিয়ে রাখতাম।আর সেই আমি আজ ধারাবাহিক লিখছি!এটা সত্যিই আমার কাছে স্বপ্নের মত। প্রতিলিপিতে আসার পর ঠিক করলাম লিখলে বাংলা ভাষা নিজের মাতৃ ভাষাতেই লিখবো।এর জন্য মন থেকে প্রতিলিপি কে ধন্যবাদ। এবার বলি আপনার লেখা নিয়ে। আপনি টিচার হলে কোন ছাত্র ছাত্রী ফেল হবে আপনার কাছে পড়লে।কি চমৎকার ভাবে এত কঠিন একটা ব্যাপার কে সরল ভাবে বুঝিয়েছেন প্রতিটা পয়েন্ট অসাধারণ👏👏👏 আপনার এই লেখা আমার মত অনেকেই যারা এত ভালো লিখতে পারে না তাদের অনেক অনুপ্রাণিত করবে। সব থেকে ভালো লাগলো যেটা আপনি লিখেছেন যে প্রথম,মাঝের আর শেষের দিকটা যদি মনের মধ্যে পরিষ্কার থাকে তাহলে সত্যিই একটা বড় ধারাবাহিক লিখতে সুবিধে হবে। আপনাকে অনেক ধন্যবাদ এই ভাবে অনুপ্রাণিত করার জন্য 🙏🙏🙏🙏🙏