পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। একেবারে ছোটবেলা থেকে লিখছি। তবে প্রথম লেখা গুলো গদ্য ছিল, পদ্য নয়। সহজ পাঠ পড়ার দিন থেকেই ছন্দ আমাকে টানতো । বাবা শ্রী গোপাল চন্দ্র সান্যাল, উপহার দিতে ইচ্ছে করলে বই এনে দিতেন। মা তপতী সান্যাল , লেখার প্রথম শ্রোতা ছিলেন ।লিখতে শুরু করি স্কুল ম্যাগাগিনে , এখানে সেখানে। সাহিত্যক নারায়ণ গঙ্গোপাধ্যায় আমার পিসেমশাই ছিলেন, তাঁকে খুব কাছ থেকে দেখা , বাড়িতে প্রচুর বই থাকা , আমার সাহিত্য প্রীতির কারণ। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় একটা লিটল ম্যাগাজিন বের করতাম। নাম ছিলো বার্ণিক । তার পর চাকরির সুত্রে দীর্ঘ আঠাশ বছর বাংলার বাইরে কাটালাম। বাংলার বাইরে থাকার দরুন , অন্য ভাষায় লেখালেখি শুরু করি। আকাশবাণীর জন্য কিছু নাটকও। আমার স্ত্রী, পুত্র সেই নাটক দলের সক্রিয় সহযোগী। পড়তে ভালবাসি , আর কেউ লিখিয়ে নিলে লিখেও ফেলি।কবিতার মেলা ও ঋতুযান সাহিত্য পত্রিকার সম্পাদক। একক প্রকাশিত উপন্যাস , 'কচ্ছপের বেঁচে থাকা ' , 'হাকুনা মাটাটা ও বিপদে বেজিং' ,'তিন নম্বর হ্যাচের রহস্য', 'রবীন্দ্র রচনাবলীতে কোথাও নেই', কবিতার বই ' বাঁচা মরা ইত্যাদি', গল্প সংকলন 'পাহাড় পেরিয়ে'!
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়