আমার বাড়ি বাংলাদেশের ছোট্ট মফস্বল শহর যশোর।নাম শোনার কথা অনেকের ই- মধুসূদনের যশোর, প্রফুল্লচন্দ্রের যশোর, মৃণালিনীর যশোর কিংবা নীহাররঞ্জনের যশোর,সেই যশোর যার নামে বিখ্যাত যশোর রোড। ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষে পড়ছি,ছোট থেকে টুকটাক লিখি, দু একটা পত্রিকায় ছাপাও হয়েছে,তবে বড় কোন প্লাটফর্ম পাইনি বা করে নিতে পারিনি। দেখা যাক ভাগ্যকে কদ্দূর গড়ে নিতে পারি। প্রিয় লেখক অবশ্যই রবিবাবু আর হাল আমলের শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়