আমি নদীয়া জেলার হরিণঘাটা থানার দক্ষিণ চান্দা গ্রামে বাস করি । গ্রামটি উত্তর চব্বিশ পরগণা জেলার হাবড়ার খুব কাছে । আমি হাবড়া হাই স্কুলে পড়েছি এবং হাবড়া শ্রী চৈতন্য কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বি.এ. পাশ করি । ২০১০ সালের আগস্ট মাসের ৬ তারিখ উত্তর চব্বিশ পরগণার ঝিকরা হাই স্কুলে এবং পরে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে হাবড়া ব্লকের অন্তর্গত বেড়গুম হাই স্কুলে জয়েন করি ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ । এখনও বেড়গুম হাই স্কুলে কর্মরত । আমি সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপূরক সাহিত্য রচনা করি ।