দক্ষিণ কলকাতার ভবানীপুরে জন্ম। ছোটবেলা থেকেই চঞ্চল স্বভাবের, মেধাবী ছাত্রী। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর থেকে ভূতত্ত্ববিদ্যায়(জিওলজি) স্নাতকোত্তর। জিওলজিস্ট হওয়ার সুবাদে দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ, বিভিন্ন ধরণের মানুষের সাথে আলাপ-পরিচয় এবং ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সংগ্রহ।
কিছুটা বাস্তবের সাথে অনেকটা কল্পনার রঙ মিশিয়ে, ২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে প্রতিলিপিতে লেখালিখির শুরু। প্রথম উপন্যাস "রূপান্তর"। পাঠকের মনে সাড়া জাগিয়ে তোলে উপন্যাসটি। এরপর শুরু হয় একটির পর একটি উপন্যাস রচনা। প্রতিলিপিতে উপলব্ধ উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে রয়েছে, "শোণিত অবগুণ্ঠন", "এ তুমি কেমন তুমি", "রূপান্তর", "প্রেম; টক-ঝাল-মিষ্টি", "অভিমান পিছুডাক", "রুচির পরিচয়", "রূপে তোমায় ভোলাবো না", "মিলন হবে কত দিনে", "অভিশপ্ত মূর্তি", "তোমার গালে নরম দুঃখ", "হৃদিমাঝারে অরুণোদয়", "রুদ্র Reboot", "তুমি হাতটা শুধু ধরো", "চক্ষে আমার তৃষ্ণা", "ত্রিকোণমিতি", "বেঁচে আছি তোমার ভালোবাসায়", "বিদিশার দিশা", "ভ্যাম্পায়ার লাভ", "টাপুর টুপুর বৃষ্টি নুপুর", "ফসিল অফ লাভ", "হারানো দিনের শেষে", "ফ্রেন্ডস ফরএভার", "ওরা কারা", "প্রেতপুরী" এবং "অগ্নিশয্যার তিন অধ্যায়"।
"অগ্নিশয্যার তিন অধ্যায়" উপন্যাসটি প্রতিলিপি আয়োজিত ভারতের সবথেকে বড় সাহিত্য প্রতিযোগিতা "সেরা কলমকার অ্যাওয়ার্ডস- 4"-এ পুরস্কৃত হয়েছে। লক্ষ্যস্থির রেখে এগিয়ে চলাই জীবনের মূলনীতি।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়