জীবনের খেই হারিয়েছি শৈশবে অবশ্য শিশুকালই বলা ভাল। উজ্জ্বল আলোর মাঝে থেকেও এমনকি আমি নিজেও অনেকের কাছে আলোর মতই ছিলাম। আমায় নিয়ে সবার সেকি আশা, উচ্ছাস! সেই আমি সব উজ্জ্বল আলো হারিয়ে নিজের আলোটাও বিসর্জন দিয়ে অন্ধকারের সাথে কেন আজন্ম সখ্যতা গড়ে ফেললাম হঠাৎ সেসবই আসলে আমার লেখা লেখির মূল উদ্দেশ্য। নিজের কাছে নিজেকে বারবার উন্মোচন করি আমি। এই উম্মোচনের প্রয়াসের সাথে জীবনে কিছু গল্প কবিতাও লিখেছি। তাই এইসব লেখালেখির মাধ্যমগুলোতে সামহাও বিচরণ করা আরকি। আসলে আমি লেখক বলতে যা বুঝায় তেমন কিছুই না। আমি অতি সাধারণ একজন মানুষ। তবে আমার জীবনের ঘটনাগুলো, কষ্টগুলো মোটেই সাধারণ নয়।