pratilipi-logo প্রতিলিপি
বাংলা

হৃদয়কথা-গান/গীতিকবিতা ১১৩ : নিদারুণ ব্যথায় কুঁড়ি যায় ঝরে-শ্রীমধ্যম

0

নিদারুণ ব্যথায় কুঁড়ি যায় ঝরে,ফুল ফোটার আগে। অশ্রুতে চোখ ভেজে নীরবে,কবি বিনিদ্র রাত জাগে। কাঁটার ঘাতে ঝরে যায় কুঁড়ি,গাছে ফুল ফোটে নাকো। নিশ্চুপ শোকে জলে ডুবে যায়,জীবনের সকল সাঁকো। নিদারুণ ব্যথায় কুঁড়ি ...

এখন পড়ুন
লেখক পরিচিতি

লেখক ও কবি পরিচিতি : শ্রীমধ্যমের জন্ম : ১৪ ই এপ্রিল। পিতা ও মাতা : শ্রীযুক্ত উৎপল চ্যাটার্জী ( Solex Chemicals PVT. LTD. প্রাইভেট কম্পানিতে দীর্ঘ বছর চাকরি ক'রেছেন) এবং শ্রীমতী চন্দনা চ্যাটার্জী (পেশায় গৃহকর্মী)। স্কুল : রামকৃষ্ণ শিশু জ্ঞানপীঠ স্কুল,ইস্টার্ন রেলওয়ে A.T.P স্কুল এবং সালকিয়া হিন্দু স্কুল ( উচ্চ ও ইউনিট-২)। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তিনি পাস করেন সালকিয়া হিন্দু স্কুল (উচ্চ ও ইউনিট ২) থেকেই। গুরুদের সাথে সাক্ষাৎ : বাবা-মা তাঁর জীবনের প্রথম গুরু। তাঁর বাবা-মা,কোনোদিন স্বপ্ন ত্যাগ ক'রতে বলেন নি। তাঁর বাবা-মা,তাঁকে নিজের মতো ক'রে বাঁচতে শিখিয়েছেন। সালকিয়া হিন্দু স্কুল ( হাই ও ইউনিট -২) প্রতিষ্ঠানে তাঁর সাথে দেখা হয় শ্রীযুক্ত দেবীপ্রসাদ মিত্র, শ্রীযুক্ত অপ্রতিম চট্টোপাধ্যায়,শ্রীযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং শ্রীযুক্ত শ্যামল কুমার মাইতি মহাশয়ের সঙ্গে। শ্যামল কুমার মাইতির হাত ধ'রে প্রথম তিনি রসায়ন জগতে প্রবেশ এবং রসায়নকে ভালোবাসতে শুরু করেন। দেবীপ্রসাদ মিত্র- এর হাত ধ'রে প্রথম সংস্কৃত জগতে তিনি প্রবেশ করেন। শান্তনু ব্যানার্জী এবং অপ্রতিম চ্যাটার্জীর হাত ধ'রে বাংলা ভাষা চিনতে,বুঝতে ও ভালোবাসতে শুরু করেন তিনি। অপছন্দের বিষয় ও ভাষা বাংলা,তাঁর কাছে নিত্য বেঁচে থাকার আশ্রয় হ'য়ে ওঠে। বিশেষ ক'রে শান্তনু ব্যানার্জী না থাকলে,বাংলা ভাষা কতটা মধুর-তা তাঁর বোঝাই হতো না। অগণিত মৃত্যু- দুঃখ- দুর্দশা জীবনে যখন তাঁকে চেপে ধ'রেছিল তখন ঈশ্বর তাঁর দ্বারে শান্তনু ব্যানার্জীকে পাঠান--------এই কথা তিনি মন-প্রাণে বিশ্বাস করেন। কলেজ জীবন : কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আনন্দ মোহন কলেজ থেকে রসায়নে স্নাতক উপাধি গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় জীবন : UGC এর অধীনে প্রতিষ্ঠিত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি,ওয়েস্ট বেঙ্গল থেকে রসায়নে স্নাতকোত্তর উপাধি গ্রহণ করেন। সম্মান : বইতরণী আনন্দ বার্ষিকী ১৪২৯ ও ১৪৩০ সালের পত্রিকায় তাঁর তিনটি কবিতা প্রকাশিত হয়। জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিলিপির C.E.O সম্মানীয় শ্রীযুক্ত রঞ্জিত প্রতাপ সিং-এর কাছ থেকে সার্টিফিকেট সহ Golden Badge Writer সম্মানে তিনি ভূষিত হয়েছেন। নহলীর সরণি প্রকাশনীর কর্ণধার সম্মানীয় শ্রীযুক্ত দেবমাল্য দাস দ্বারা 'নবীন সাহিত্যিক' হিসেবে 'নবীন সাহিত্যিক সম্মান ২০২৪' বিশেষ সম্মানে তিনি ভূষিত হয়েছেন। Timeline Publication-এর কর্ণধার বিক্রম সরকারের কাছ থেকে,সম্পাদক রাজদ্বীপ ভট্টাচার্য আর স্বর্ণদ্বীপ চক্রবর্তী দ্বারা সাহিত্যের টাইমলাইন ১৪৩১ নবীন সাহিত্যিক সম্মানে ভূষিত হ'য়েছেন তিনি। উত্তরবঙ্গ সাহিত্য পরিষদ আর ত্রিনয়নী প্রকাশনীর হাত ধ'রে প্রকাশ পাওয়া ত্রিনয়নী পূজাবার্ষিকীতে লেখার জন্য নবীন সাহিত্যিক সম্মানে ভূষিত হ'য়েছেন তিনি। শ্যামা সংগীত,টপ্পা,ঠুমরি,গজল, বাউল,দেশাত্ববোধক গান,কবিতা,ছড়া,শিশু সাহিত্য, আধুনিক কবিতা, আধুনিক গান,অনুগল্প,অনুকবিতা,গল্প,প্রবন্ধ,দর্শন, নাটক,উপন্যাস এবং অন্যান্য লেখনীর মাধ্যমে জীবনকে চেনানোর জন্য তিনি অস্ত্র হিসেবে কলম তুলে নিয়েছেন।

রিভিউসমূহ
  • author
    আপনার রেটিং

  • রচনাতে কোন মন্তব্য নেই
  • author
    আপনার রেটিং

  • রচনাতে কোন মন্তব্য নেই