আমার সবথেকে বড় পরিচয় আমি একজন ভীষণ সাধারণ মানুষ।আমার মধ্যে কোনরূপ বিশেষত্ব নেই।নিজের ইচ্ছে মত লিখতে ভালোবাসি,কিন্তু ঠিক সাহিত্যিক নই,মূলত পাঠক।নাম,ঠিকানা, বয়স অকথিতই থাক,এই ক্ষুদ্রের পরিচয়ে কি এসে যায়?ধর্ম আমার কাছে একটিই,মানবধর্ম।আর ঈশ্বরের অর্থ নিউটনের তৃতীয় গতিসূত্র।এই ধরণীরই কোনো এক ক্ষুদ্র কোণে বাস করি।
আমার সবথেকে বড়ো বিশ্বাস, " The world will live as one."
একজন ব্যক্তিমানুষ হিসেবে আমি যেমনই হই,আমি আমার
মত।যা মনে হয় ভাবতে পারেন।কিন্তু অনুগ্রহ করে অন্য কারোর সাথে তুলনা টানবেন না।
লেখা ভালো না লাগলে সরাসরি সমালোচনা করে ত্রুটি ধরিয়ে দিন,কৃতজ্ঞ থাকব,প্রয়াস করব শুধরে নেওয়ার।
বিভিন্ন কারণে বেশিরভাগ সময়ই অ্যাকাউন্টে অনুপস্থিত থাকতে হয়,আপনারা কেউ মেসেজ করলে বা রিভিউ দিলে হয়তো উত্তর দেওয়া হয়ে ওঠে না। কাউকেই অকারণে ইচ্ছাকৃত অপমান বা অবজ্ঞার অভিলাষ রাখি না আমি।কেউ মেসেজ প্রেরণের পর বা রিভিউ দিয়ে সঠিক সময়ে উত্তর না পেলে তাঁকে কিছু মনে না করতে অনুরোধ করছি।
ভালো থাকুন, ভালো রাখুন...
(✷‿✷) ~~©®@z¥ ¶i¶$ zind@b@d~~ (◠‿・)—☆
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়