প্রিয়, অনি তোকে সবকটা সোশ্যাল সাইটে ব্লক করেছি মানে এই নয় যে আমার মনে তুই আর কোথাও নেই। আমার সব টা জুড়েই তুই, শুধু আমার জীবনে আর তোর থাকা টা হল না। অনি কাল ভোরবেলা এই বাড়ি ছেড়ে আমি আর মা চলে যাচ্ছি। যাওয়ার আগে তোকে জীবনের প্রথম এবং সম্ভবত শেষ চিঠি লিখতে বসেছি। অনি,তুই জানিস মা ছাড়া আমার আর কেউ নেই। আমি যখন মায়ের পেটে তখন বাবা ছেড়ে চলে গিয়েছিল। ঘর বেঁধেছিল অন্যকারো সাথে। আর কখনওই ফিরে আসেনি। তাই অমিয় বসুকে আমি কখনওই বাবার আসন দিই নি। এসব কথা তুই জানিস। আমার সাথে এম.এ র ফার্স্ট ইয়ারে যখন তোর ...
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়