নাম -সম্রাট বন্দ্যোপাধ্যায়। জন্ম ১৯৭৮ এর ৩০ আগস্ট উত্তর কলকাতার শ্যামবাজারে। স্কুলের পঠনপাঠন মাধ্যমিক পর্যন্ত হিন্দু স্কুলে তারপর বাণিজ্য শাখায় গোয়েঙ্কা কলেজে। বর্তমানে আলীগড়, উত্তর প্রদেশ, নিবাসী। লেখার ইচ্ছে ছোটর থেকে। লেখাকেই পেশা হিসেবে বেছে নেবার ইচ্ছাটাও বহুদিনের বহুযত্নলালিত, কিন্তু সুযোগ হয়নি সেভাবে। সংসারের জোয়াল টানতে টানতে এই ইচ্ছেটা ক্ৰমশঃ যেন কোণঠাসা হয়ে পড়ছিলো ধীরে ধীরে। তার ওপরে জানতামনা কিভাবে কোথায় কেমন করে প্রকাশকদের সঙ্গে দেখা করতে হয়, কেমন করেই বা লেখা ছাপাতে হয়। অবশেষে আজ এই এত বছর চাকরি করার পরে কিছুটা সময় বার করে লেখাজোখার চিন্তাটা চাগাড় দেয়ালাম একরকম জোর করেই। আর শুরুতেই বেঁচে নিলাম শিশু এবং কিশোর সাহিত্যের দিক। আর সেখানে প্রবেশাধিকার করে দিলো আমার লেখা অলৌকিকধর্মী ছোটগল্প। এরমধ্যে একটা গল্প বহুল প্রচারিত শিশু কিশোর পত্রিকা আনন্দমেলাতেও ছেপে বেরিয়েছে। তাই এবার ভাবলাম আপনাদের পড়াই না কেন আমার এই লেখা। যেমন ভাবা তেমন কাজ। তাই আজ থেকে শুভারম্ভটা করেই ফেললাম। আশা করি আপনাদের পাশে পাবো, আর পাবো আপনাদের সহযোগিতা আর ভালোবাসা।