প্রথমত, নিজেকে অতি নগণ্য মানি তাই বিভিন্ন গুণ বাচক উপাধির ব্যবহার আমার কাছে তেমন তারতম্য করে না। স্কুলের জীববিজ্ঞান বিষয় অনুযায়ী আমি Human (Homo sapiens)। আমার আমি কে বাঙ্গালী জানি। কারণ আমার মায়ের মুখের ভাষা বাংলা, আমার প্রাণের ভাষা বাংলা। আমার ভাইয়ের রক্তে অর্জিত "আমার সোনার বাংলা"। মূলত আমি একজন পাঠক। আমি পাঠ করতে ভালোবাসি। পাঠ করার লোভেই নিত্য প্রতিলিপি তে আসি। অধিক পাঠ করার অসুবিধা হলো ইহা প্রতিক্রিয়া সৃষ্টি করে। শব্দ মালা যেন বুকে এসে বিঁধে। প্রতিকার হিসেবে "লিখনী" কে মহৌষধ জ্ঞান করি। শুরু হয় নবীনের লেখা অভিযাত্রা! শুরুতেই হোঁচট খাই, মাতৃভাষার অপ্রতুল ব্যবহারের ফলে বানান ভ্রান্তি ও ভাষা গত দীনতা প্রকাশিত হয়। তবুও পালিয়ে যাইনি! আপনাদের আশীর্বাদে ভর করে সাধ্যমত সংশোধনের চেষ্টায় আছি।
আমার লিখা নিয়ে আমি মাঝে মাঝেই সন্দিহান হই এর সাহিত্য গুণ বিষয়ে। এটা কোন বিষয় নয় আমার জন্য কারণ আমি বাংলা ভালোবাসি তাই আমার আমিরে বাংলায় প্রকাশার্থে এই উদ্যোগ। কোন রচনা হয়তো কারো ভালো নাও লাগতে পারে সেক্ষেত্রে আমি আন্তরিক ভাবে দুঃখিত হবো। একইসাথে আপনার মূল্যবান মতামত ভালো সাহিত্য রচনায় সহায়ক হবে বলে বিশ্বাস করি।
আমি আরো বিশ্বাস করি ভালো মানের সাহিত্য রচনায় উচ্চ সাহিত্য গুণ সমৃদ্ধ ক্লাসিক রচনা পাঠের কোন বিকল্প নেই এবং সাহিত্যে তাড়া থাকতে নেই। যেন তিল তিল করে জমে জমে ক্ষীর হবে! ক্লাসিক ইউনিভার্সাল ট্রুথের মতো ঠিক পথের দিশারী। তাই নিয়মিত পাঠে মনোনিবেশ করার জন্য নিয়মিত রচনা সম্ভব নয়। আমার এই সীমাবদ্ধতার জন্যও আমি দুঃখিত।
পরিশেষে আমার আমিরে "বিনে পয়সার মজুর" হিসেবে জানি। আপনার ভালো লাগা নিঃসন্দহে উৎসাহ জুগিয়ে যাবে। ধন্যবাদ।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়