বিদায় জানানোর সময় বুকটা মোচড় দিয়ে উঠছিলো তবুও বলতে পারিনি ' থেকে যাও আরও কয়েকটা মিনিট ,দিয়ে যাও আরও কয়েকটা মুহূর্ত উপহার।'।আজও ভালোবাসাকে আড়াল করলাম বন্ধুত্বের মোড়কে।কলেজে মাঝে মাঝে দেখা হওয়ার সেই ক্ষীন আশাটিও কর্পূরের মতো উবে গেল আজ।ভালোবাসার মানুষটিকে আর হয়তো দেখতে পাবো না -এই কথাটি বারবার দৃষ্টি ঝাপশা করছিলো তাইতো বারবার চোখ চলে যাচ্ছিলো জানালার বাইরে।
জানি আমরা যে যার বর্তমানে হারিয়ে ফেলবো এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকে।তুমি বাঁচবে তোমার মতো তোমার রাজকন্যার স্বপ্নে বিভোর হয়ে আর আমি ব্যস্ততার মাঝে হঠাৎ চমকে উঠে সমস্ত কাজে ভুল করবো তোমার মুখশ্রী কল্পনা করতে করতে।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়