আমি নিজেকে খুব ছোট মনে করি তখন যখন আমি অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিকারের মতো অর্থ খুঁজে পায় না। প্রতিকার করতে গিয়ে পেরুতে পারি না কিছু দায়বদ্ধতা, কিছু নিয়ম নীতি, কিছু কুসংস্কার।সমাজে কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের প্রভাবের তাড়নায় শোষিত করে রেখেছে অগণিত সাধারণ মানুষকে,যারা অশিক্ষিত লোক, নীচু শ্রেণীর মানুষ।আর শুধু মাত্র শুদ্ধ সুশিক্ষার প্রভাবে সমাজ থেকে এ কুসংস্কার এর ব্যাধি মূল থেকে উঠানো যাবে।যারা সাহিত্য সম্রাট,, তাদের লেখন যন্ত্রের সাহায্যে চেষ্টা করেছেন ,,,, তাদের লেখনী কে সম্মান করে আমরাও সামনের পথ এগিয়ে যাই চলো।আর খুশি থাকো ভালো থাকো।