সময় মানুষকে পরিবর্তন করিয়া দেয় ঠিকই অথচ তাহার অস্তিত্ব মিটাইতে পারে না কভু। তাহার আদিম ইচ্ছা হয়তো ভস্মে ঢাকিয়া যায় কিন্তু তাহার চরিত্র কখনও কেহ পাল্টাইতে পারে না। আজি এক্ষণে পরাজিত বটে তবুও মোর জীবনে রহিয়াছে বাকি, সেই ক্ষুদ্র উপসংহার টুকু লিখিবার ক্ষণটির অপেক্ষায় রহিলাম। পাইলে ভাবিব - 'এ জীবন ধন্য।' আর যদি তাহা না পাই ;দেখি তবে আর কতবার জন্মাই।😏
রিপোর্টের বিষয়