ছোটবেলা থেকে বড়ো হয়ে ওঠার মাঝে, আমাদের চারপাশের কিছু ঘটে যাওয়া মুহূর্ত, যা আমাদের মনে গভীর দাগ কেটে যায়, সেরকমই কিছু মুহূর্তের বহিঃপ্রকাশ !!!
অনেক সময় আমরা নিজেদের দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে অনেক কিছু ঘটতে দেখি l অনেক সময় আমরা খেয়াল করিনা বা নিজেদের ব্যাস্ততার কারণে খেয়াল করতে পারিনা l আবার অনেক সময় খেয়াল করলেও, সময়ের অভাবে বা ভয়ে কিছু বলে উঠতে পারিনা l কিন্তু তার মানে এটা নয় যে সুগুলো আমরা ভুলে যাই l না তা কখনোই না……… সেগুলো সব গচ্ছিত থাকে একটা গোপন জায়গায়l আর সেই জায়গাটি হলো আমাদের ‘মনের গোপন কুঠি’....