আমি একটি সাধারন মেয়ে, তবুও মনের ভেতর কেন জানিনাহ সারাক্ষণ অসাধারণ প্রতিভাগুলো ঘুরে বেড়ায়। এটা করতে ইচ্ছে করে,ওটা করতে ইচ্ছে করে,কিন্তু আমি কিছুই করে উঠতে পারি নাহ। তবে কি আমি হেরে যাব নিজের কাছে নিজে? নাকি আমার দ্বারাও কখনও কিছু সম্ভব হবে? দেখাই যাক না কি হয়🙂....ভাগ্যের ফের তো আল্লাহ। সময়মতো তিনিই সকল কিছু ঠিক করে দেবেন। শুধু কঠিন চেষ্টা আর প্রতিক্ষায় রইলাম। ✌ জয় একদিন হবেই হবে ইনশাআল্লাহ,,,, আল্লাহ কবুল করুক,সহায় হোক আমার প্রতিটি সঠিক পথ চলার,,, আমিন।😘
রিপোর্টের বিষয়