আমি এক স্বপ্ন।
যুগে যুগে আছি, থাকব!
ভালোবাসায় আমি উদাসিক্ত
ভালোবেসে বিজয় নিশান উড়াব!
আমি কিশোরীর ঘুম রাঙ্গা স্বপ্ন,
তার কেশরের পুষ্প।
আমি তৃষ্ণায় সিক্ত,অাধারের আলো।
আমি আশার প্রদীপ জ্বেলে নিস্তেজ হবো !
ভেঙ্গে স্বহস্তে গড়ব,
আমি কামার-কুমোর, কৃষক।
আমি চির সবুজের এক বালক,
বক্ষে অগ্নি গোলক!
কখনো কয়লা রঙ্গে শোভন, কখনো হীরক উজ্জ্বলে সর্বোত্তম।
তোমরা শোনো আমি এমনই কখনো গায়ে লেগে থাকে মাটি, কখনো নূরের জ্যোতি।
চির নিদ্রায় কখনো তমসাচ্ছন্ন হয়ে থাকি,
কখনো মরু, চারু, তুষার সর্বত্রই বিচরন করি।
কখনো মিথ্যার ভান্ডার সাজি,
তব ভাই! আমি সত্যের পূজারি!