আমি সুব্রত, লেখা আমার একটা রোগ। আমি লিখতে ভালোবাসি কারণ আমি আপনাকে আনন্দ দিতে চাই আমার লেখার মাধ্যমে। আর সেই জন্যই আজ আমার ডাইরিতে ১০০ অধিক কবিতা, আর বেশ কিছু গল্প ও উপন্যাস। তবে আর ডাইরিতে নয় এবার আপনাদের জন্য লিখবো প্রতিলিপিতে। প্রথমবার এই রকম একটা যায়গায় সাহস করে লিখবো বোলে কলমের যায়গায় কীবোর্ড তুলে নিয়েছি শুধু আপনাদের মুল্যবান মন্তব্য আর একটু ভালোবাসার আশায়। আপনাদের খুশিই আমার পাওয়া, আপনাদের মন্তব্য আমার প্রেরণা। আশাকরি আপনাদের ভালোবাসা পাবো। ধন্যবাদ।