Dark Princess Trisha "মনের রাণী"
শূন্যতাকে আপন করে শূন্য থেকেই শুরু,
অজানা পথের যাত্রী হতে বুক করেছিলো দুরুদুরু।
আপন খেয়ালে করেছি প্রকাশ নিজের অনুভূতি,
ভাবিনি কখনও জড়িয়ে যাবে সহস্র সব স্মৃতি।
নিছক শখেই গল্প লেখা, কাব্য গড়ার সূচনা,
পেয়েছি ভালোবাসা উন্মোচন করে আমার রচনা।
যত্নে গড়া সৃষ্টি আমার; থামার নেই কোনো গতিবেগ,
এ কেবল লেখা নয়, এ আমার তরতাজা আবেগ।
- তৃষা
প্রিমিয়ামে থাকা গল্প পড়তে সুপারফ্যান হতে পারো।
ভালো লাগলে ফলো আর সমর্থন কোরো ❤️।
✿︎ Facebook - Trisha Sen
✿︎ Facebook - Kancher Prithibi
❀ Instagram - cutyqueenanu