রথযাত্রার দিন কাছে। তাই রানী রাজাকে বললে, “চলো, রথ দেখতে যাই।” রাজা বললে, “আচ্ছা।” ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোল, হাতিশাল থেকে হাতি। ময়ূরপংখি যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাইসান্ত্রি। দাসদাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন। রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, “ওরে, তুই যাবি তো আয়।” সে হাত জোড় করে বললে, “আমার যাওয়া ঘটবে না।” রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, “ওকেও ডেকে নিয়ো।” রাস্তার ধারে ...
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়