আপনার পছন্দের ভাষা বেছে নিন
আমি একেবারে যে সাধারণ তা না, বরং একটু অপ্রকৃতস্থ। অন্তত লোকে তাই বলে। স্বল্প বিদ্যা-বুদ্ধি নিয়েই খুঁজে পাওয়া অনুভূতিগুলো বলে বেড়াই সকলকে। তাই ত্রুটি কিছু থেকেই যায়। তবে অনেকের মতো সব কথা নিজেই বলে চলি না। আর তুমি যদি অলসের মতো শুধু শুনে(পড়ে) যাও, হয়ত ভাললাগবে না তোমারও। নিজের ইচ্ছামতো মনে মনে সংযোজন করেই দেখনা একবার! সকলের মধ্যে এই কল্পনার সঞ্চার'ই আমার লক্ষ্য। ত্রুটি গুলো শোধরাতে সাহায্যের আর্জি রাখলাম। নমস্কার।
আমি একেবারে যে সাধারণ তা না, বরং একটু অপ্রকৃতস্থ। অন্তত লোকে তাই বলে। স্বল্প বিদ্যা-বুদ্ধি নিয়েই খুঁজে পাওয়া অনুভূতিগুলো বলে বেড়াই সকলকে। তাই ত্রুটি কিছু থেকেই যায়। তবে অনেকের মতো সব কথা নিজেই বলে চলি না। আর তুমি যদি অলসের মতো শুধু শুনে(পড়ে) যাও, হয়ত ভাললাগবে না তোমারও। নিজের ইচ্ছামতো মনে মনে সংযোজন করেই দেখনা একবার! সকলের মধ্যে এই কল্পনার সঞ্চার'ই আমার লক্ষ্য। ত্রুটি গুলো শোধরাতে সাহায্যের আর্জি রাখলাম। নমস্কার।
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়
রিপোর্টের বিষয়