পাড়ার ফচকে টাকে ধরে পৌঁছলাম শেষে, পাশের পাড়ার দাদার কাছে অবশেষে। অস্ফুস্টে বললাম, দাদা আমি সদ্য কলেজ পাস। দুই হাত তুলে এলো অভয় বাণী, বলে ফ্যাল আমার কাছে কেন, কি তুই চাস? দাদা, একটা চাকরি খুব দরকারি, ...

প্রতিলিপিপাড়ার ফচকে টাকে ধরে পৌঁছলাম শেষে, পাশের পাড়ার দাদার কাছে অবশেষে। অস্ফুস্টে বললাম, দাদা আমি সদ্য কলেজ পাস। দুই হাত তুলে এলো অভয় বাণী, বলে ফ্যাল আমার কাছে কেন, কি তুই চাস? দাদা, একটা চাকরি খুব দরকারি, ...