অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।চাকুরি জীবনে ছিলাম পঃবঃ সরকারের সেচ ও জলবিভাগ দপ্তরের হেড সার্ভেয়র।স্কুল ও কলেজ জীবনের শুরুতেই লেখায় হাতেখড়ি।বর্তমান বাসস্থান শিলিগুড়ি হলেও আদতে আমার বাড়ি নৈহাটিতে।ওখানে ঋষি বঙ্কিম কলেজে পড়ার সময়ে আমরা কয়েকজন মিলে দিশারী নামক একটি মাসিক পত্রিকা প্রকাশ শুরু করি। পরবর্তীতে ঢাকুরি পেয়ে শিলিগুড়ি তে চলে আসায় আমার লেখায়।ছেদ পড়ে। পরে ফেসবুকে সাহিত্য চর্চা শুরু হলে নিজস্ব টাইমলাইন,একটি ব্লগ (বাংলা সাহিত্যের আসর) ও একটি পেজ (আমার নির্বাচিত কবিতা)-এর মাধ্যমে ছড়া, কবিতা,লিমেরিক,হাইকু,লতিফা,রম্যরচনা,বড় গল্প ও প্রবন্ধ রচনা শুরু করি।আমার বেশ কিছু কবিতা,গল্প,প্রবন্ধ ও রম্য রচনা যেমন সংবাদ পত্রের রবিবাসরীয়তে ও বিভিন্ন ধরণের পত্রিকায় প্রকাশিত হয়েছে,তেমনই ফেসবুকে ও প্রতিলিপিতে অজস্র ছড়িয়ে আছে।